Loksabha Elections 2024: ‘রাধিকা হয়ে গিয়েছি’, প্রচারে বেরিয়ে রাধার সঙ্গে তুলনা নিজের, আর কী করলেন সুজাতা

বাঁকুড়া: ভোট প্রচারে বেরিয়ে দু’হাত তুলে কীর্তনের তালে উত্তাল নেচে নিজেকে ‘রাধিকার’ সঙ্গে তুলনা করলেন সুজাতা। ভোট যেন এক বড় উৎসব, তাই ভোট প্রচারে অভিনব পন্থা অবলম্বন করতে দেখা যাচ্ছে সব রাজনৈতিক দলের কর্মীদের। কেউ চুল কাটছেন তো কেউ ট্রেনে উঠছেন। রবিবার রাতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ওন্দাতে দোল উৎসবের মেলাতে যোগদান করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। সেখানে ধরা পড়ে এই ছবি। দু’হাত তুলে নাচ, দলীয় কর্মী সমর্থকদের সঙ্গেওন্দা বাজারে পা মিলিয়ে জনসংযোগ করার পর উপস্থিত হন হরিনাম সংকীর্তনের আসরে।

সেখানে পৌঁছে কীর্তনের তালে তালে দুহাত তুলে নেচে গা ভাসালেন রাধানাম সংকীর্তনের আসরে। তারপর মাইক হাতে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে নিজেকে ‘রাধিকার’ সঙ্গে তুলনা করে বসলেন তিনি।তিনি বলেন, “কীর্তনের তালে তালে আমি নাচতে শুরু করলাম, মনে হচ্ছিল বৃন্দাবনের রাধিকাও বোধহয় এরকম করেই নাচত, আমারও আজ মনে হল আমিও আমার কৃষ্ণের সঙ্গে রাধিকা হয়ে গিয়েছি” অনেকেই ভাবছেন এ কেমন প্রচার?

আরও পড়ুন – তাপমাত্রা বাড়তে বাড়তে সামনের সপ্তাহে কত হবে জানেন? এপ্রিলের শুরুতেই এমন দুর্ভোগ ভাবতেও পারবেন না

আরও পড়ুন – গরমের ছুটি ঘোষণা রাজ্যের, লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য বিরাট খবর! কবে থেকে কতদিন ছুটি? জানুন

পরে অবশ্য তিনি মুখোমুখি বলেন, “রাধিকা যেমন শ্রীকৃষ্ণের জন্য নিজের জীবনকে তাঁর চরণে উৎসর্গ করেছিল, তেমনি আমিও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষের চরণে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি”।

যত ভোট এগিয়ে আসবে এরকম মৌলিক এবং নজর কাড়া প্রচার দেখা যাবে দিকে দিকে। চুল কাটা থেকে শুরু করে রাধা ভাবে নাচ। একের পর এক অদ্ভুত দর্শন প্রচারের নিদর্শন রাখছেন সুজাতা মন্ডল।

নীলাঞ্জন ব্যানার্জী