প্রচার প্রার্থীর

Lok Sabha Election 2024: মহিষের গাড়িতে চড়ে ভোট প্রচার, সীমান্ত এলাকায় জনসংযোগে বিশ্বজিৎ

উত্তর ২৪ পরগণা: কখনও পায়ে হেঁটে, কখনও হুড খোলা গাড়িতে লোকসভা নির্বাচনে ভোটের প্রচার সারতে দেখা গিয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাসকে। তবে এবার বাংলার সংস্কৃতিকে তুলে ধরে গ্রাম্য এলাকায় প্রচারে মহিষের গাড়িতে চড়েই জনসংযোগে প্রার্থী।

উত্তর ২৪ পরগণার বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসকে এ দিন এমনভাবেই দেখা গেল বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের ঘাটবাওর, ছয়ঘড়িয়া ও ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বর্ণাঢ্য প্রচার করতে। কখনও মহিষের গাড়িতে করে , কখনো হুডখোলা গাড়িতে করে কখনওপায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি।

আরও পড়ুন: ‘হেস্তনেস্ত করে যাব!’ পথ আটকালেন তৃণমূলকর্মী, চরম হুঁশিয়ারি দিলীপের

সীমান্ত এলাকা হওয়ায় শহর অঞ্চলের পাশাপাশি গ্রাম্য এলাকায়ও দলের হয়ে প্রচারে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরতেই এই অভিনব ভাবনা বলেই জানিয়েছেন প্রার্থী। শুধু তৃণমূল প্রার্থী নন এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন তৃণমূলের স্থানীয় নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ জনও।

প্রার্থী অবশ্য বলছেন, বনগাঁর মানুষের উন্মাদনা প্রমাণ করছে তৃণমূলের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। রাস্তার দুপাশে দাঁড়িয়ে মানুষজনও দেখেছেন বিশ্বজিতের এই অভিনব প্রচার।

Rudra Narayan Roy