রেলস্টেশনে খিদে-তৃষ্ণায় কাতর যুবক; উদ্ধার করার পরে তাঁর পরিচয় জেনে চমকে গেলেন উদ্ধারকারীরা !

রেলস্টেশনে খিদে-তৃষ্ণায় কাতর যুবক; উদ্ধার করার পরে তাঁর পরিচয় জেনে চমকে গেলেন উদ্ধারকারীরা !

বারাণসী: বছর দু’য়েক আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন এক এসএসবি জওয়ান। আশ্চর্যজনক ভাবে তাঁর খোঁজ মিলল বাড়ি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে উত্তর প্রদেশের বারাণসীতে। সেখানে এক হোটেলে বাসনকোসন মেজে তাঁকে জীবিকা নির্বাহ করতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, ওই এসএসবি জওয়ান আদতে তামিলনাড়ুর বাসিন্দা। আর তাঁর নাম হল প্রভু।

আরও পড়ুন- সাফল্যের শিখরে থাকাকালীনই মুখ থুবড়ে পড়েছিল কেরিয়ার ! এমনকী বাঁচার ইচ্ছাটাও জলাঞ্জলি দিয়েছিলেন; এখন ‘হিরামান্ডি’ নিয়ে আশাবাদী এই অভিনেতা

সংবাদমাধ্যম সূত্রে খবর, মাসখানেক আগে সঞ্জয় পাল নামে এক সমাজকর্মী ক্যান্ট রেলওয়ে স্টেশন থেকে এক এসএসবি জওয়ানকে উদ্ধার করেছিলেন। স্টেশনে ওই জওয়ানকে ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পেতে দেখা গিয়েছিল। ফলে উদ্ধার করে ওই যুবককে নিজের আশ্রমে নিয়ে যান সমাজকর্মী সঞ্জয় পাল। দীর্ঘদিন ধরে তাঁর আশ্রমেই চিকিৎসা চলেছে ওই জওয়ানের। যখন তাঁর অবস্থার উন্নতি হয়, তখন জানা যায় যে, তিনি এসএসবি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। এরপর ২০২২ সালে তাঁর মানসিক অবস্থার অবনতির কারণে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি।

আরও পড়ুন– মিশরের পিরামিডকে সাক্ষী রেখে বিয়ে ! শিল্পপতি অঙ্কুর জৈন এবং এরিকা হ্যামন্ড ‘গ্র্যান্ড ওয়েডিং’-এর ছবি ভাইরাল

এদিকে তামিলনাড়ুরই একটি থানায় ওই জওয়ানের নামে মিসিং ডায়েরি করা হয়েছিল প্রায় ২ বছর আগে। সমাজকর্মী সঞ্জয় জানান, এসএসবি জওয়ান প্রভুর অবস্থার উন্নতি হওয়ায় সব কিছু জানা যায়। তারপরেই তাঁরা দক্ষিণ ভারতের একটি প্রতিষ্ঠানে অরুণ কুমার নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। অরুণ কুমারকে এই জওয়ানের বিষয়ে জানানো হয়। সেখান থেকেই প্রভুর পরিবারের কাছে খবর যায়।