হাইভোল্টেজ রবিবার! ভোট পরবর্তী অশান্তির তদন্তে বঙ্গে চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল

BJP Bengal: গণনায় কারচুপি হতে পারে, নির্বাচন কমিশনের কাছে আগাম আশঙ্কা প্রকাশ বিজেপির

কলকাতা: লোকসভা নির্বাচনের গণনা এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে নির্বাচন কমিশনের কাছে উদ্বেগ প্রকাশ করল বঙ্গ বিজেপি। বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানানো হয়েছে আগামী ৪ সপ্তাহ যাতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে। গণনায় ‘ক্যাজুয়াল’ কর্মী নিয়োগ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বিজেপির তরফে।

গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, “রিটার্নিং অফিসাররা মানছেন না যে ক্যাজুয়াল স্টাফদের নিয়ে কাউন্টিং করানো যাবে না। প্রায় সব লোকসভা কেন্দ্রেই আছে এই ধরনের উদাহরণ। এই চিটিং না করলে শাসকদল জিতবে না। যাদের বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে অভিযোগ আছে তাদেরকেও গণনার কাজে ব্যবহার করা হচ্ছে। আইপ্যাকদের দ্বারা এই কাজ করা হচ্ছে। কোন পুলিশ কর্মী কি ভাবে কাজ করছে সব তথ্য আসছে আমাদের কাছে। সাদা পোশাকে পুলিশ কর্মী মঙ্গলবার ঢোকানো হবে।”

একইসঙ্গে ডায়মন্ড হারবারের পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি। বিজেপির তরফ থেকে বলা হয়, “ডায়মন্ড হারবারে ৩৫০টিরও বেশি বুথে পুনর্নির্বাচন চাইলাম। দিল না। বারাসতে যে বুথে ভোট হচ্ছে সেখানে যে পোলিং অফিসার আছেন তাঁর কোনও আইডি কার্ড নেই। রিটার্নিং অফিসাররা সতর্ক হয়ে যান। আপনারা কতদিন এইভাবে কাজ করবেন? সব টিম কি একই থাকবে?”

একইসঙ্গে বিজেপির তরফে নির্বাচন কমিশনে সিইও-র সঙ্গে বৈঠকে প্রশ্ন তোলা হয়, “ওরা আপ্রাণ চেষ্টা করবে কাউন্টিং-এর সময় কারচুপি করতে। কিন্তু আমরাও দেখে নেব। যদি পুলিশ সিভিল ড্রেসে ঢোকে তাহলে কী করবেন?”