বিদ্যালয়ের খণ্ডবন

East Bardhaman News: শুধু পরিবেশ দিবস নয়, সারাবছর এই বিদ্যালয়ের তরফে পরিবেশের কথা ভাবা হয় 

পূর্ব বর্ধমান : কেবল পরিবেশ দিবসে নয়,সারাবছর ধরে এই স্কুল যেভাবে পরিবেশের কথা ভাবে, তা অবাক করবে আপনাকে। সামনেই বিশ্ব পরিবেশ দিবস। বিভিন্ন জায়গায় পরিবেশ রক্ষার্থে নানা কর্মসূচি পালন করা হবে, ছড়িয়ে দেওয়া হবে পরিবেশ সচেতনতার বার্তা। তবে বছরের কেবল এই একটি দিন নয়সারাবছরই অতি সক্রিয়তার সঙ্গে পরিবেশ বাঁচানোর প্রয়াস চালিয়ে আসছে পূর্ব বর্ধমানের এই স্কুল। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মাঝিগ্রাম বিশ্বেশরী উচ্চ বিদ্যালয়ের সর্বত্রই যেনসবুজের সমারোহ।

পূর্ব বর্ধমান জেলার মাঝিগ্রামে অবস্থিত এই বিদ্যালয়টি। মফস্বল এলাকার এই বিদ্যালয়ের পরিবেশ সত্যিই নজরকাড়া। স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকের উদ্যোগে স্কুলের ভিতরে গড়ে উঠেছে একাধিক খন্ডবন। সেই সকল খন্ডবনের একাধিক গাছে রয়েছে পাখিদের জন্য বিশেষ ব্যবস্থা। নিজের স্কুলের এহেন কার্যকলাপ সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক বলেন, “পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস। সচেতন হওয়ার জন্য আমরা একটা দিন ঠিক করি বটে। কিন্তু আমাদের মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় সারা বছর পরিবেশের কথা ভাবে। আমাদের কাছে প্রত্যেকদিনই বিশ্ব পরিবেশ দিবস।”জানলে আরও অবাক হবেন, চিরাচরিত নানা গাছ ছাড়াও এই বিদ্যালয়ে রয়েছে একাধিক দুষ্প্রাপ্য ও বিরল গাছ। আলাদা আলাদা করে গড়ে তোলা হয়েছে বেশ কয়কটি খন্ডবন।

আরও পড়ুন : পূর্ব বর্ধমানের এই মন্দির জুড়ে কত ইতিহাস! বসে মেলাও, কী ভাবে যাবেন জেনে নিন

যেগুলির কোনওটি ফলের, কোনওটি সবজির, কোনও টি আবার নানা দুষ্প্রাপ্য ভেষজ গাছে ভরা।স্কুলের তরফে স্কুলের ভিতরে যেমন সবুজের সমারোহ তৈরি করা হয়েছে, সেই সঙ্গে স্কুলের বাইরের একাধিক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় সারা বছর যাবত। মাঝিগ্রাম বিশ্বেশরী উচ্চ বিদ্যালয়ে রয়েছে সবুজ বাহিনী, যারা সক্রিয় ভাবে হাত লাগান এই কাজে।এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরও বলেন, “অসুস্থ হলে আমরা আই সি ইউ তে ভর্তি হই। কয়েক ঘন্টার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে চলে আসি। কিন্তু অল্প টাকায় একটা গাছ লাগালে, সেই গাছ থেকে সারা বছর প্রচুর পরিমাণে অক্সিজেন পাওয়া যায়। যার যতটুকু জায়গা আছে সবাই মিলে সেই জায়গায় যথাপযুক্ত গাছ লাগালে তবেই পরিবেশের পরিবর্তন ঘটবে।”

আরও পড়ুন : ঘুরে আসুন বর্ধমানের এই মন্দিরে, মুগ্ধ হবেন আপনিও

বিদ্যালয়ের তরফে আরও জানানো হয়েছে , পরিবেশ রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে গাছ লাগানো। গাছ লাগালে তবেই পরিবেশ রক্ষা করা সম্ভব হবে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরকমই বহু বছর ধরে আজও পূর্ব বর্ধমানের মাঝিগ্রাম বিশ্বেশরী উচ্চ বিদ্যালয়ের তরফে পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয় থাকে।

বনোয়ারীলাল চৌধুরী