শুভেন্দু-সুকান্ত-দিলীপের 'মার্কশিট' দিলেন কুণাল

BJP: মানুষ হিসেবে কত নম্বর? নেতা হিসেবে কত…? শুভেন্দু-সুকান্ত-দিলীপের ‘মার্কশিট’ দিলেন কুণাল! তালিকায় কে এগিয়ে? দেখুন

কলকাতা: ফের বিস্ফোরক কুণাল ঘোষ। এবার রীতিমতো নম্বর দিয়ে রাজ্য বিজেপির নেতাদের মূল্যায়ন করলেন তৃণমূল নেতা। তীব্র কটাক্ষ করে কুণাল ঘোষের মন্তব্য, “নাচতে না জানলে উঠোন বাঁকা। যখন ভোট পেয়েছিলেন জয় পেয়েছিলেন তখন ভোট জানতেন৷ এখন বলছেন জানিনা৷ সুকান্ত মজুমদার বলছে বিজেপি নতুন দল। কে এদের বিশ্বাস করবে? হাঁটি হাঁটি পা পা নাকি!”

কুণাল ঘোষের তোপ, “সিপিএমের ভোট পেয়ে রমরমা হয়েছিল বিজেপির। এখন ভাঁটা এসেছে৷ সুকান্ত মজুমদার উচ্চশিক্ষিত, জেনুইন ভদ্রলোক৷ গাছপালা চেনেন৷ আর দিলীপ ঘোষ অনেক বড় নেতা। আর এদের থেকে বড় শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতাও করেছে৷ কিন্তু আমাদের দলে কাজ করে, প্রশাসনে কাজ করে ও অনেক অভিজ্ঞতা সম্পন্ন। ঘরোয়া শরিকি গণ্ডগোল হচ্ছে। বিজেপি তো তৃণমূলের থেকে অনেককে নিয়ে গেল। তাঁরা নাকি ভোট জানত। আসলে কি কোচিং ক্লাস হয়নি? ভাল টিচার নেই জানতাম। ভাল পড়ুয়াও নেই?”

আরও পড়ুন: আইএমডি-র লাল-কমলা সতর্কতা…! তুমুল দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কাঁপাবে ১১ রাজ্য, কী হবে বাংলায়? আবহাওয়ার মেগা আপডেট

আরও এক ধাপ এগিয়ে এরপর তিন নেতার রীতিমতো মার্কশিট দিয়ে দেন কুণাল ঘোষ, “সুকান্ত মজুমদার উদ্ভিদ চেনেন। দিলীপ ঘোষ কর্মীদের সঙ্গে মিশতে পারেন, বড় নেতা। আর শুভেন্দু অধিকারী হল তৃণমূল মেড নেতা৷ ত্রিভুজের মারামারি চলছে। সুকান্ত মজুমদার বিজেপি নেতা হিসেবে ২, মানুষ হিসাবে ৯। দিলীপ ঘোষ নেতা হিসাবে ৭,মানুষ হিসাবে ৯। শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হিসাবে ৯, মানুষ হিসাবে ৪।”

শুধু নম্বর দিয়েই ক্ষান্ত হননি, এরপরে শুভেন্দু অধিকারীর জন্য বিশেষ পরামর্শ দেন তৃণমূল সাংসদ। কুণালের কটাক্ষ, “শুভেন্দু অধিকারী একটা গানের শিক্ষক খুঁজে নিন, শিখে নিন, “যদি তোর ডাক শুনে কেউ না আসে”।