পদ্ম শিবিরের দলীয় কার্যালয়ে কর্মী সমর্থকদের ভিড়

Cooch Behar News: নির্বাচনের ফল ঘোষণার পরেই ভিড় বাড়ছে বিজেপি জেলা কার্যালয়ে! কেন জানেন?

কোচবিহার: ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর থেকে ধীরে ধীরে পদ্ম শিবিরের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছিল কোচবিহার। চলতি বছরের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই রীতিমতো মুখ থুবড়ে পড়ল সংগঠন। এবারের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপুল ভোটে হেরেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে। আর তাই নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই রাজনৈতিক হিংসা শুরু হয়ে গিয়েছে জেলায়।

আতঙ্কের কারণে বাড়ি-ঘর ছেড়ে জেলার দলীয় কার্যালয়ে আশ্রয় নিতে হচ্ছে কর্মী সমর্থকদের। এখনো পর্যন্ত সেই সংখ্যা ২৫০ জন ছাড়িয়ে গিয়েছে। দলীয় কার্যালয়ে আশ্রিত এক দলীয় সমর্থক শংকর রায় জানান,”নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে অশান্তি শুরু হয়েছে। নির্বাচনের আগে যে সমস্ত মানুষেরা পদ্ম শিবিরের কর্মী সমর্থক হিসেবে কাজ করেছেন। বেছে বেছে সেই সমস্ত মানুষগুলিকে আক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তাই চিন্তায় রয়েছেন এই কর্মী সমর্থকেরা।”

আরও পড়ুন:ঘুম থেকে উঠলেই পায়ে ব্যথা, শরীরে দুর্বলতা? জটিল রোগ থেকে বাঁচতে খান এই চার ফল

পদ্ম শিবিরের কোচবিহার জেলার সাধারণ সম্পাদিকা মিনতী দাস ইসোর জানান,”কর্মী সমর্থকদের আশ্রয় দিতে পর্যাপ্ত জায়গা তাঁরা তৈরি করেছেন কার্যালয়ে। তবে এই ধরনের রাজনৈতিক হিংসা কোনোভাবেই কাম্য ছিল না। নির্বাচনে জয় পরাজয় হতেই পারে।” তবে বর্তমান সময়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিচ্ছিন্ন ঘটনা সামনে উঠে আসছে প্রতিনিয়ত। আবার অনেক সময় অনেক ঘটনা চাপাই থেকে যাচ্ছে এলাকার মধ্যেই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Sarthak Pandit