কুর্নিশ ‘সিংহম’ অজয়কে, করোনা যুদ্ধে গোপনে করলেন এত বড় কাজ

#মুম্বই: করোনা ভাইরাসের বিরুদ্ধে সারা পৃথিবী অন্তহীন লড়াই চালিয়ে যাচ্ছে ৷ এই যুদ্ধে বহু মানুষ সামিল হয়ে সামনে থেকে লড়াই করছেন ৷ স্বাস্থ্যকর্মী, চিকিৎসকরা ফ্রন্টলাইনার হিসেবে লড়াই করছেন আর কিছু মানুষ পিছনে থেকে এই মানুষদের লড়াইতে সহযোগিতা করছেন৷ বিভিন্ন বলিউড স্টাররাও এই লড়াইতে শুরু থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ৷ অক্ষয় কুমার, সোনু সুদ- এঁদের নাম একেবারে শুরু থেকেই এই লড়াইয়ে সহযোদ্ধা হিসেবে সামনে এসেছে ৷ কখনও সোশ্যাল মিডিয়া থেকে কখনও আবার সংবাদ মাধ্যমের খবর থেকে এঁদের দানের খবর জানতে পেরেছেন মানুষ ৷ কিন্তু কিছু তারকা আছেন যাঁরা লাইম লাইটে থেকে নিজেদের কাজ করছেন না ৷ লোকচক্ষুর অন্তরালে থেকে বিভিন্ন মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ৷ এমনই এক নাম অজয় দেবগণ ৷

সম্প্রতি সামনে এসেছে ঠিক কীভাবে অজয় দেবগণ নিজের সাহায্যের হাত এই বৃহৎ করোনা যুদ্ধে বাড়িয়ে দিয়েছেন ৷ মুম্বইয়ের সবচেয়ে বড় বস্তি ধারাভির জন্য কাজ করছেন বলিউডের সিংহম ৷ এমনিতেই সারা দেশের মধ্যে মহারাষ্ট্র এবং তার মধ্যে মুম্বই করোনার সবচেয়ে বড় সংক্রমিত এলাকা ৷ ভয় আরও বাড়িয়ে ধারাভিতেও ছড়িয়েছে সংক্রমণ ৷ যেভাবে ধারাভিতে মানুষ বাস করে সেখানে এই মারণ ব্যধির সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে ৷

বিরল ভয়ানি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অজয়ের দানের কথা জানিয়েছেন ৷ এমনিতেই অজয় দেবগণ সিনেমার কাজ ছাড়া যেকোনও ধরণের লাইমলাইটে আসতে চান না ৷ এবারও তাই দান করেছেন সকলের অজান্তে ৷ বিরল ভয়ানি জানিয়েছেন, ‘অজয় দেবগণ গোপনে ধারাভি হাসপাতালের জন্য ২০০ বেড, অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেটরের ব্যবস্থা করেছেন ৷ তাঁর এই অবদানেই শুধু ধারাভির জন্য আলাদা কোভিড ১৯ হাসপাতাল খোলা হয়েছে মাত্র ১৫ দিনের মধ্যে ৷ এর পাশাপাশি ধারাভির ৭০০ পরিবারকে রেশনও দিয়েছেন অজয় ৷

করোনা ভাইরাস সবচেয়ে বড় বস্তি ধারাভিতে পৌঁছে গিয়েছে ৷ এই ভাইরাসে আরও বড় ক্ষতি যাতে না হয় তার জন্য বিভিন্ন জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ বলিউডের বিভিন্ন তারকা এই সময় ধারাভির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ৷

এই লকডাউনের সময় অজয় দেবগণও বাকি সেলিব্রিটিদের মতো তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ৷ অজয় দেবগণ নিজের সোশ্যাল হ্যান্ডেলে করোনা সচেতনতা বাড়াতে বিভিন্ন বার্তাও দিয়েছে ৷