Birbhum News: বাড়ির প্রধান ফটকের জন্য হাতে তৈরি দারুণ নেমপ্লেট! সস্তায় কোথায় মিলবে, জেনে নিন

নাম প্লেটের জন্য কাঠ সবচেয়ে জনপ্রিয় উপাদান। বাড়ির জন্য নেম প্লেট তৈরি করা যেতে পারে বিভিন্ন ধরনের কাঠ। সেগুন, শীশম,সোনাঝুড়ি কাঠ,পাতলা পাতলা কাঠ এবং পাইনউড হল অন্যতম।
নাম প্লেটের জন্য কাঠ সবচেয়ে জনপ্রিয় উপাদান। বাড়ির জন্য নেম প্লেট তৈরি করা যেতে পারে বিভিন্ন ধরনের কাঠ। সেগুন, শীশম,সোনাঝুড়ি কাঠ,পাতলা পাতলা কাঠ এবং পাইনউড হল অন্যতম।
তবে কোথায় মিলবে সঠিক দামের সঠিক নেমপ্লেট? এর জন্য আসতে হবে বীরভূমের বোলপুরের সোনাঝুড়ি হাটের মেলায়।সেখানেই একদম ন্যায্য দামে পাওয়া যাবে সব কিছু।
তবে কোথায় মিলবে সঠিক দামের সঠিক নেমপ্লেট? এর জন্য আসতে হবে বীরভূমের বোলপুরের সোনাঝুড়ি হাটের মেলায়।সেখানেই একদম ন্যায্য দামে পাওয়া যাবে সব কিছু।
বাংলায় নিজের পদবী থেকে শুরু করে ইংরেজিতে নিজের পদবী দেওয়া নেমপ্লেট এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের চাবির রিং ছোট অথবা বড় সব কিছু পেয়ে যাবেন চোখের সামনে বানানো।
বাংলায় নিজের পদবী থেকে শুরু করে ইংরেজিতে নিজের পদবী দেওয়া নেমপ্লেট এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের চাবির রিং ছোট অথবা বড় সব কিছু পেয়ে যাবেন চোখের সামনে বানানো।
বোলপুরের সোনাঝুরির হাটের ব্যবসায়ী রশিদুল ইসলাম জানান, বাংলা, হিন্দি, ইংরেজি সব ধরনের নেমপ্লেট পাওয়া যায় এখানে। যার দাম ১০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত। এছাড়াও তার কাছে পাওয়া যাবে বিভিন্ন ধরনের চাবির রিং।
বোলপুরের সোনাঝুরির হাটের ব্যবসায়ী রশিদুল ইসলাম জানান, বাংলা, হিন্দি, ইংরেজি সব ধরনের নেমপ্লেট পাওয়া যায় এখানে। যার দাম ১০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত। এছাড়াও তার কাছে পাওয়া যাবে বিভিন্ন ধরনের চাবির রিং।
মূলত সোনাঝুড়ির হাটের সোনাঝুরি গাছের কাঠ দিয়ে এই সমস্ত নেমপ্লেট তৈরি হয়। বাড়ি প্রবেশের মূল দরজায় এই নেমপ্লেট আত্মীয়-স্বজন থেকে শুরু করে এলাকাবাসীদের চোখে আকর্ষণীয় হয়ে উঠবে।
মূলত সোনাঝুড়ির হাটের সোনাঝুরি গাছের কাঠ দিয়ে এই সমস্ত নেমপ্লেট তৈরি হয়। বাড়ি প্রবেশের মূল দরজায় এই নেমপ্লেট আত্মীয়-স্বজন থেকে শুরু করে এলাকাবাসীদের চোখে আকর্ষণীয় হয়ে উঠবে।