বোমা বিস্ফোরণে মৃত্যু

Bomb Blast: স্বাধীনতা দিবসের রাতেই বিকট শব্দে কেঁপে উঠল রানিনগর! কাতরাতে কাতরাতে মৃত্যু, ভয়ঙ্কর ঘটনা

মুর্শিদাবাদ: স্বাধীনতার রাতে বোমা বিস্ফোরণের ঘটনা, মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার রাতে মুর্শিদাবাদে রানিনগর থানার ঝাউ বাড়িয়া মালিপাড়ার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতের নাম আইনুল হক।

মৃতের পরিবার সদস্যদের অভিযোগ, স্বাধীনতা দিবসের রাতে কেউ বা কারা ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বছর চল্লিশের আইনুল হক নামে ওই ব্যক্তিকে। এরপর রাত সাড়ে দশটা নাগাদ গ্রাম সংলগ্ন আম বাগান থেকে বোমা বিস্ফোরণের শব্দ পায় স্থানীয়রা। কিন্তু স্বাধীনতা দিবসের রাত বলে বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি গ্রামবাসী।

আরও পড়ুন: এক ঢাল কালো চুল পেতে কে না চায়? আয়ুর্বেদিক এই গুঁড়ো চুলের ‘মহৌষধ’, জানুন

এরপর রাত আড়াইটে নাগাদ একটি গাড়ি করে তার মৃতদেহ বাড়ির সামনে ফেলে যায় দুষ্কৃতীরা। বিষয়টি জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামে। ঘটনাস্থলে পৌঁছয় রানিনগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। অন্যদিকে, রাতে যে বাগানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে সেই বাগানে বোমা বিস্ফোরণের প্রমাণ ও মাটিতে কিছু রক্তের দাগও দেখতে পান স্থানীয়রা।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি স্কুলের বার্ষিক ফি ১১১৬৪৩৮৫ টাকা! কোথায় এই স্কুল? কারা পড়ে? শুনলে চোখ কপালে উঠবে

যদিও ঘটনার পরে মৃতের পরিবার সদস্যদের অভিযোগ, কেউ বা কারা তাকে পরিকল্পিত ভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বোমা মেরে খুন করেছে। অন্যদিকে, গ্রামবাসীর অনুমান বোমা বাঁধতে গিয়েও এই দুর্ঘটনা ঘটতে পারে। যদিও সম্পূর্ণ ঘটনার সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্বাধীনতার রাতে বোমা বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।

কৌশিক অধিকারী