সংযোগকারী রাস্তার অভাবে জলপথই ভরসা গ্রামবাসীর 

South Dinajpur News: পড়ে রয়েছে সেতু! কাঁধে সাইকেল এক কোমড় জল পেরিয়ে পারাপার গ্রামবাসীর! কেন জানেন?

দক্ষিণ দিনাজপুর: দীর্ঘদিনের দাবি মেনে ব্রিজ তৈরি হলেও এখনও সংযোগকারী রাস্তা তৈরি হয়নি। যার ফলে ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারছেন না জলঘর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গঙ্গাসাগর ও রাধানগরের গ্রামবাসীরা। প্রায় বছর চারেক আগে খাঁড়ির উপর তৈরি হয়েছে কংক্রিটের ব্রিজ। ব্রিজ থাকলেও খাঁড়ির কোমর জল ভেঙেই যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। অবিলম্বে ব্রিজ সংযোগকারী রাস্তার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের অধীন পশ্চিম গঙ্গাসাগর এবং রাধানগর গ্রামের মাঝ দিয়ে বয়ে গিয়েছে কাশিয়া খাঁড়ি। আত্রেয়ী নদীর সঙ্গে সংযুক্ত এই কাশিয়া খাঁড়িতে বর্ষাকালে প্রচুর জল থাকে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে প্রায় চার বছর আগে প্রশাসনের তরফ থেকে সেখানে একটি কংক্রিটের সেতু নির্মাণ করা হয়। প্রায় বছর চারেক আগে সেতু তৈরি হলেও তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে রয়েছে।

আরও পড়ুন: দৃষ্টিশক্তি হবে শিকারি হায়নার মতো, জীবনেও চশমার প্রয়োজন হবে না, এই বীজে লুকিয়ে শরীরের রক্ষকবচ, ক্যালসিয়ামের ঘাটতিও মিটবে

এবিষয়ে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার বলেন,”১০০ দিনের কাজের প্রকল্পে ওই সংযোগকারী রাস্তার কাজ হওয়ার কথা ছিল। কিন্তু আড়াই বছর আগে ১০০ দিনের কাজে টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দেয়। ভোট মিটেছে। ওই সংযোগকারী রাস্তার বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও জেলা শাসকের সঙ্গে কথা হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।” শুধুমাত্র সংযোগকারী রাস্তা না থাকার জন্য এখনও ব্রিজ বা সেতু ব্যবহার করতে পারছেন না গ্রামবাসীরা। বন্যা হলে ব্রিজ ডুবে যায়। ফলে ব্রিজের উপর দিয়ে নৌকা চলাচল করে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী