পশ্চিম বর্ধমান, লাইফস্টাইল Kojagari Lakshmi Puja 2024: হু হু করে টাকা বেরিয়ে যাচ্ছে? লক্ষ্মীপুজোর রাতেই ঘরে আনুন এই জিনিস! বিষ্ণুপ্রিয়ার কৃপায় কাটবে ফাঁড়া, পাবেন কুবেরের ধন! Gallery October 14, 2024 Bangla Digital Desk দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান না, এমন মানুষ হয়ত জগত সংসারে নেই। সামনেই কোজাগরী লক্ষ্মীপুজো। এই তিথিতে বাড়িতে আনুন কয়েকটি জিনিস। সারাজীবন আপনার ঘরে থাকবেন বিষ্ণুপ্রিয়া। বিশিষ্ট জ্যোতিষ উমাদেবী বলছেন, এই দিন অবশ্যই বাড়িতে, লক্ষী কড়ি স্থাপন করা উচিত। সুন্দর দেখতে কড়ি এই দিন বাড়িতে এনে স্থাপন করলে ঘর ধন-সম্পদে ভরে উঠবে। যদি আপনার হাতে সবসময় টাকা-পয়সার টান থাকে, তাহলে লক্ষ্মী গণেশের ছবিযুক্ত একটি রুপোর কয়েন এই দিন অবশ্যই কিনুন। তারপর সেটিকে পুজো করিয়ে আপনার মানি ব্যাগে রেখে দিন। অর্থ কষ্ট উবে যাবে। তিনি বলছেন, শঙ্খ দেবীর লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর ভীষণ প্রিয়। তাই এই দিন অবশ্যই বাড়িতে একটি দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে আসুন। সেটিকে পুজোর ঘরে রেখে দিন। এতে বাড়িতে সুখ-শান্তিতে ভরে উঠবে। এই দিন বাড়িতে শ্রীযন্ত্রম বা লক্ষ্মীর পাদুকা বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রীযন্ত্রম বাড়িতে থাকলে বাড়ির ধন সম্পত্তি বৃদ্ধি পায়। লক্ষ্মীর পাদুকা বাড়িতে থাকলে বৃদ্ধি পায় সুখ-শান্তি। তিনি জানিয়েছেন, লক্ষ্মী পুজোর দিনে বাড়িতে সম্ভব হলে অবশ্যই ধন সম্পদের দেবতা কুবেরের মূর্তি স্থাপন করুন। সঙ্গে কুবের যন্ত্র। টাকার পাহাড়ে বসতে সময় লাগবে না।