নবনির্মিত কল ঘরের উদ্বোধনী গ্রামবাসীদের সঙ্গে বিএসএফ

Nadia News: অস্বস্তিকর পরিস্থিতি আর নয়! সামাজিক দায়িত্ব পূরণেও বড় পদক্ষেপ বিএসএফের

নদিয়া: শুধু সীমান্ত রক্ষা নয়! সামাজিক দায়িত্ব পূরণেও জেলার বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ন মাঝেমধ্যেই নানা কর্মসূচি গ্রহণ করে।এবার টুঙ্গী ক্যাম্পের অন্তর্গত বিভিন্ন গ্রামের রাস্তার পাশে সরকারি ট্যাপ কলঘর তৈরি করে সাজিয়ে দেওয়া হল। এই সরকারি ট্যাপ কলে প্রতিদিনই মহিলারা বাড়ির বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। পাশাপাশি এই জল দিয়ে স্নান করা-সহ বিভিন্ন কাজ প্রতিনিয়ত করতে পারবেন।

এর আগে এই ধরনের ঘর ছিল না ফলে অনেক সময়ই মহিলাদের অস্বস্তিকর  পরিস্থিতির সম্মুখীন হতে হত। বিএসএফএ ৩২ নম্বর ব্যাটেলিয়ানের টুঙ্গী ক্যাম্পের এই উদ্যোগে মহিলারা যথেষ্ট খুশি। এই ঘরের পাশাপাশি টুঙ্গী বিএসএফ ক্যাম্পের পাশেই বিএসএফে ৩২ নম্বর পক্ষ থেকে শরীর সুস্থ রাখবার জন্য একটি জিম সেন্টার করে দেওয়া হয়েছে। যার ফলে এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীরা প্রতিদিন শারীরিক ব্যায়ামের পাশাপাশি জিম করে শরীর আরও সুস্থ রাখতে পারবে এবং কেন্দ্রীয় বিভিন্ন সরকারি চাকরির জন্য তাঁরা আবেদন করতে পারবেন।

গ্রামবাসীরা জানাচ্ছেন, বিএসএফের অনেক ব্যাটেলিয়ান সীমান্তে এসেছেন কিন্তু ৩২ নম্বর ব্যাটেলিয়ানের মতো এইরকম কর্মসূচি বা উদ্যোগ নিতে দেখা যায়নি। বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিকদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলারা।পাশাপাশি এলাকার জনপ্রতিনিধিরাও যথেষ্ট খুশি বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের এই এই ধরনের উদ্যোগে।

মৈণাক দেবনাথ