রাত পোহালেই বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমা৷ এ বছর এই তিথি বৈশাখের পরিবর্তে পালিত হচ্ছে জ্যৈষ্ঠে৷ বৃহস্পতিবার বা লক্ষ্মীবারে এই তিথি পড়ায় সেটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ৷

Buddha Purnima Astrological Tips: রাত পোহালেই লক্ষ্মীবারে বুদ্ধপূর্ণিমা! চালের পাত্রে রাখুন এই জিনিস, অভাব, বাধাবিঘ্ন আপনাকে স্পর্শ করতে পারবে না!

রাত পোহালেই বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমা৷ এ বছর এই তিথি বৈশাখের পরিবর্তে পালিত হচ্ছে জ্যৈষ্ঠে৷ বৃহস্পতিবার বা লক্ষ্মীবারে এই তিথি পড়ায় সেটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ৷
রাত পোহালেই বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমা৷ এ বছর এই তিথি বৈশাখের পরিবর্তে পালিত হচ্ছে জ্যৈষ্ঠে৷ বৃহস্পতিবার বা লক্ষ্মীবারে এই তিথি পড়ায় সেটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ৷

 

বৃহস্পতিবারের মতো শুভ দিনে এই তিথি পড়ায় কিছু জ্যোতিষ টোটকা পালন করুন৷ তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে অভাব ও দারিদ্র থাকবে না৷ সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা৷
বৃহস্পতিবারের মতো শুভ দিনে এই তিথি পড়ায় কিছু জ্যোতিষ টোটকা পালন করুন৷ তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে অভাব ও দারিদ্র থাকবে না৷ সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা৷
পুণ্যস্নান, দানধ্যানের জন্য এই তিথি আদর্শ৷ লক্ষ্মী ও নারায়ণের পুজো করাও অত্যন্ত পুণ্যের৷ বছরভর দেবীলক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়৷ কোনও সঙ্কট, বাধা বিঘ্ন স্পর্শ করতে পারবে না৷
পুণ্যস্নান, দানধ্যানের জন্য এই তিথি আদর্শ৷ লক্ষ্মী ও নারায়ণের পুজো করাও অত্যন্ত পুণ্যের৷ বছরভর দেবীলক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়৷ কোনও সঙ্কট, বাধা বিঘ্ন স্পর্শ করতে পারবে না৷

 

সেদিন মা লক্ষ্মীকে হলুদফুল, লালপদ্ম এবং বৃন্ত-সহ অক্ষত পান নিবেদন করুন৷ পানের উপর রাখুন একটি সুপুরি৷ পান সুপারির উপর দিন সিঁদুরের ফোঁটা৷ একটি একটাকার মুদ্রায় সিঁদুরের তিলক দিয়ে রাখুন পান সুপারির উপরে৷ পানের উপর রাখুন কিছু অক্ষত আতপচাল৷
সেদিন মা লক্ষ্মীকে হলুদফুল, লালপদ্ম এবং বৃন্ত-সহ অক্ষত পান নিবেদন করুন৷ পানের উপর রাখুন একটি সুপুরি৷ পান সুপারির উপর দিন সিঁদুরের ফোঁটা৷ একটি একটাকার মুদ্রায় সিঁদুরের তিলক দিয়ে রাখুন পান সুপারির উপরে৷ পানের উপর রাখুন কিছু অক্ষত আতপচাল৷

 

সকালে মা লক্ষ্মীর বৃহস্পতিবারের পুজোর পর সন্ধ্যায় হাতে দূর্বা নিয়ে পাঁচালিপাঠ করুন৷ এ বার দেবীকে নিবেদন করা পানসুপারি, একট টাকার মুদ্রা আপনি ডান হাতে নিয়ে নিন৷
সকালে মা লক্ষ্মীর বৃহস্পতিবারের পুজোর পর সন্ধ্যায় হাতে দূর্বা নিয়ে পাঁচালিপাঠ করুন৷ এ বার দেবীকে নিবেদন করা পানসুপারি, একট টাকার মুদ্রা আপনি ডান হাতে নিয়ে নিন৷

 

তার পর সারা বাড়িতে সন্ধ্যাদীপ দেখানোর পর ওই পানসুপারি এবং একটাকার মুদ্রা আপনি গোপনে রেখে দিন বাড়ির চালের পাত্রে৷ অর্থাৎ যে পাত্রে চাল রাখেন, তার ভিতরে৷
তার পর সারা বাড়িতে সন্ধ্যাদীপ দেখানোর পর ওই পানসুপারি এবং একটাকার মুদ্রা আপনি গোপনে রেখে দিন বাড়ির চালের পাত্রে৷ অর্থাৎ যে পাত্রে চাল রাখেন, তার ভিতরে৷

 

আগে বাড়িতে ধানের গোলা থাকলে সেখানেই এই জিনিস রাখা হত৷ এখন রাখুন চালের পাত্রে৷
আগে বাড়িতে ধানের গোলা থাকলে সেখানেই এই জিনিস রাখা হত৷ এখন রাখুন চালের পাত্রে৷

 

এদিন নিরামিষ সাত্তিক আহার গ্রহণ করুন৷ রান্নাঘর পরিষ্কার রাখুন৷ কখনওই এঁটো বাসন জমিয়ে রাখবেন না৷ এতে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয়৷ সুখ সমৃদ্ধির অভাব থাকবে না বাড়িতে৷
এদিন নিরামিষ সাত্তিক আহার গ্রহণ করুন৷ রান্নাঘর পরিষ্কার রাখুন৷ কখনওই এঁটো বাসন জমিয়ে রাখবেন না৷ এতে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয়৷ সুখ সমৃদ্ধির অভাব থাকবে না বাড়িতে৷