Budget 2024: এবারের বাজেটে বড় ছাড় পেতে পারেন করদাতারা ! ইনস্যুরেন্সে মিলতে পারে ডিডাকশন

Budget 2024: আর সপ্তাহ দুয়েক বাকি। ২৩ জুলাই লোকসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এটা হবে ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট। এর আগে ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন নির্মলা।

তাই পূর্ণাঙ্গ বাজেট থেকে করদাতাদের প্রত্যাশা অনেক বেশি। পুরনো ও নতুন কর ব্যবস্থার করদাতাদের জন্য বাজেটে অর্থমন্ত্রী বড় ছাড় দিতে পারেন বলে আশা করা হচ্ছে।

ইউনিয়ন বাজেট ২০২৪ | Union Budget 2024 Live Updates

নতুন কর কাঠামোকে আরও আকর্ষণীয় করা হতে পারে: ২০২০ সালের বাজেটে নতুন কর কাঠামোর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। উদ্দেশ্য ছিল, আমজনতার উপর থেকে করের বোঝা কমানো।

আরও পড়ুন: পোস্ট অফিসের এই স্কিমে ৫ লক্ষ টাকা রাখলে গ্যারেন্টিড ১০ লাখ টাকা পেয়ে যাবেন, দেখুন হিসেব

তারপর প্রায় চার বছর কেটে গিয়েছে। কিন্তু নতুন কর ব্যবস্থার প্রতি আগ্রহ দেখাননি করদাতারা। অর্থমন্ত্রী তাই এবারের বাজেটে নতুন কর কাঠামোকে আকর্ষণীয় করে তুলতে বড় কোনও ঘোষণা করতে পারেন বলে অনুমান করা হচ্ছে।

ইনস্যুরেন্সে মিলতে পারে ডিডাকশন: বিশেষজ্ঞরা বলছেন, নতুন কর কাঠামোর আওতায় করদাতাদের টার্ম লাইফ ইনস্যুরেন্স এবং স্বাস্থ্যবিমায় ডিডাকশনের ঘোষণা করা হতে পারে। কারণ হল, এই দুটিই বিনিয়োগের ক্যাটাগরিতে পড়ে না। অথচ আজকের দিনে প্রতিটা ব্যক্তির জীবনেই মেয়াদি জীবন বিমা এবং স্বাস্থ্যবিমা অপরিহার্য হয়ে উঠেছে।

আরও পড়ুন: SBI-তে ২২২২ দিনের জন্য ২,২২,২২২ টাকার Fixed Deposit করলে ম্যাচিউরিটিতে কত টাকা পাওয়া যেতে পারে?

তাই নতুন কর কাঠামোয় করদাতারা উভয় ক্ষেত্রে ডিডাকশন পেতে পারেন। এর ফলে স্বাস্থ্য ও মেয়াদি বিমা কেনায় সাধারণ মানুষের আগ্রহও বাড়বে। বিমা নিয়ন্ত্রক সংস্থা IRDA ২০৪৭ সালের মধ্যে প্রত্যেক ব্যক্তিকে বিমার আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে।

পুরনো কর ব্যবস্থায় করের বোঝা কমতে পারে: পুরনো আয়কর ব্যবস্থায় করের হার কমানো দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। বর্তমানে ১০ লাখ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ হারে কর আরোপ করা হয়। এটা অনেক বেশি। এর মানে হল, মাসিক ৯০ থেকে ৯৫ হাজার টাকা করযোগ্য আয়ের একজন ব্যক্তির প্রতি মাসে ২৭ হাজার টাকা আয়কর দিতেই চলে যায়।

গত কয়েক বছরে যেভাবে মূল্যস্ফীতি ঘটেছে, তাতে মধ্যবিত্ত চিন্তিত। এই করের বোঝা তার জন্য অনেক বেশি। শিল্প মহলও মধ্যবিত্তের উপর করের বোঝা কমানোর পরামর্শ দিয়েছে অর্থমন্ত্রীকে।