বুড়োরাজতলা মন্দির 

East Bardhaman News: বিগত বছরের রেকর্ড ভেঙে, বুড়োরাজতলা মন্দিরে উপচে পড়ল ভক্তদের ভিড় 

পূর্ব বর্ধমান: বিগত কয়েক বছরের তুলনায় এবছর রেকর্ড সংখ্যক ভিড় হল পূর্বস্থলী দু’নম্বর ব্লকের ঐতিহ্যবাহী জামালপুরের বুড়োরাজতলা মন্দিরে।প্রসঙ্গত প্রতিবছরই বুদ্ধ পূর্ণিমার দিন লক্ষাধিক মানুষের সমাগম হয় বাবা বুড়োরাজের মন্দিরে। তবে অন্যান্য বছর মানুষের যেরকম ভিড় হত, তার থেকে এবছর মানুষের ভিড়ের সংখ্যা অনেক বেশি। বুড়োরাজতলা মন্দিরের এক সেবাইত জানিয়েছেন, বিগত কয়েক বছরের রেকর্ড ছাপিয়ে এবছর প্রায় দুই লক্ষ মানুষের সমাগম হয়েছে মন্দির চত্বরে।

এমনকি বিগত ৩০ বছরের রেকর্ড ভেঙে ২৫ থেকে ৩০ হাজার শুধুমাত্র সন্ন্যাসী হয়েছেন। এই প্রসঙ্গে মন্দিরের এক সেবাইত বিশ্বনাথ ব্যানার্জী বলেন , \”বহু মানুষ জল ঢালার জন্য আসছেন। বিগত দুই তিন বছরের তুলনায় এ বছর অনেক বেশি ভিড় হয়েছে। প্রায় দুই লক্ষেরও বেশি ভিড় রয়েছে। কোনও বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি, প্রশাসনের তরফে করা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।\”প্রতিবছরই বুদ্ধ পূর্ণিমার দিন বহু মানুষের সমাগম হয় বাবা বুড়োরাজের মন্দিরে। দূর দূরান্ত থেকে জল ঢালতে আসেন বহু মানুষ।এবছর প্রায় হাজার খানেক পুলিশ কর্মীরব্যবস্থা রয়েছে মন্দির চত্বর এবং তৎসংলগ্ন এলাকায়।

আরও পড়ুন : ধানের গোলায় তরমুজের রমরমা! মন বদলাচ্ছে চাষিদের

মন্দিরে প্রবেশ করার জন্য ছাতনী, জামালপুর মোড়, তেলিনিপাড়া এবং পলাশবেড়িয়ার কাছে প্রবেশ গেটে রয়েছে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি। মন্দির চত্বরে ১২ সিসিটিভির পাশাপাশি মন্দিরের আশেপাশে ২৫ টি সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে ব্লক প্রশাসনের তরফে। এছাড়াও মন্দির চত্বরেও কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন : ব্রেকফাস্টে আলু, লাঞ্চে লাউ, বিকেলে বাঁধাকপি! দিনভর ৭-৮ কেজি কাঁচা সবজি খেয়ে গত ২০ বছর বহাল তবিয়তেই এই আনাজ বিক্রেতা

মন্দিরের এক সেবাইত জানান, মন্দির কবে স্থাপিত হয়েছে তা বলা অসম্ভব। এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক লোককথা। পাশাপাশি রয়েছে ভক্তদের অগাধ বিশ্বাস।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আর এই বিশ্বাস থেকেই মনোবাসনা নিয়ে বহু ভক্ত প্রতিবছরই এখানে আসেন পুজো দিতে।

বনোয়ারীলাল চৌধুরী