কলকাতা হাই কোর্ট৷

Calcutta High Court: রাজভবনের সামনে তৃণমূলের ধরনার সময় কী পদক্ষেপ পুলিশের? শুভেন্দুর থেকে বিকল্প জায়গা চাইল হাই কোর্ট

কলকাতা: রাজভবনের সামনে ধরনা নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধুকারী। শুভেন্দু যেখানে ধরনায় বসতে চাইছেন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা থাকে। একই জায়গায় গত বছরের অক্টোবর মাসে ধরনায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেই প্রসঙ্গ উল্লেখ করে বুধবার হাই কোর্টে শুভেন্দু অধিকারীর আইনজীবী সওয়াল করেন, “প্রশাসনিক কারণ দেখিয়ে আমাদের আবেদন বাতিল করা হয়েছে। কী এই প্রশাসনিক কারণ? ১৪৪ ধারার কারণে যদি আমাদের আবেদন বাতিল হয় তাহলে তৃণমূলকে কেন অনুমতি দেওয়া হয়েছিল?” তাঁদের যুক্তি রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল, তাই তাঁর সামনেই প্রতীকী অবস্থানে বসতে চায় বিজেপি। তবে এই সওয়ালের পরে বিচারপত্তি বলেন, “একজনকে যদি ভুল করে বা অন্যায়ভাবে  কিছু দেওয়া হয় তার মানে এই নয় যে অন্য কোন ব্যক্তিরও তার ওপর অধিকার জন্মায়”।

আরও পড়ুন: পুড়ে ছাই জলদাপাড়ার ঐতিহ্যমণ্ডিত হলং বাংলো, মনখারাপ পর্যটকদের

পাশাপাশি রাজ্যের এজি কিশোর দত্তকেও প্রশ্ন করেন বিচারপতি। বিচারপতির প্রশ্ন, “১৪৪ ধারা এলাকায় ৫ দিন ধরনা করার জন্য শাসকদলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়েছিল?” কিশোর দত্ত জানান, কী ব্যবস্থা নেওয়া হয়েছিল তা তিনি জেনে বলতে পারবেন। সন্তুষ্ট না হয়ে বিচারপতি পাল্টা প্রশ্ন তোলেন, শাসকদলের ক্ষেত্রে ধরনা হবে আর বিরোধী করতে গেলে আইনি দেখাবে রাজ্য, এটা কীভাবে হয়?

বিচারপতির যুক্তি একজন আইন ভাঙলে তাকে হাতিয়ার করে অন্য কেউ আইন ভাঙতে চাইবে। তাকে উদাহরণ করেই আবার অন্য কেউ আইন ভাঙবে। তাই প্রশ্ন তোলেন কেন ওই জায়গাতেই ধরনা দিতে হবে বিরোধী দলনেতাকে। এই মামলার পরবর্তী শুনানি ২১ জুন। সেই দিন পরিবর্ত জায়গার কথা আদালতে জানাতে হবে শুভেন্দুকে।