Crime News: বাড়ি বিক্রির জন্য মায়ের উপরে মানসিক নির্যাতন, দাদার উপরে হাতুড়ি দিয়ে মার! নিউটাউনে বীভৎস কাণ্ড

কলকাতা: সম্পত্তিগত বিবাদের জের অবিলম্বে বাড়ি বিক্রি করার চাপ, ছোট ছেলের হাতে আক্রান্ত বৃদ্ধা মা, দাদা ও বৌদি, অভিযোগ দায়ের উত্তর বিধাননগর থানায়।

সল্টলেকের সি এফ ব্লকের বাসিন্দা বৃদ্ধা মিনতি মুখোপাধ্যায় (৮৭), বড় ছেলে দেবাশিস মুখোপাধ্যায়, বৌমা মিলন মুখোপাধ্যায়কে নিয়ে ওই তিন তলা বাড়িতে থাকেন। মিনতির দুই ছেলে এবং এক মেয়ে৷ ছোট ছেলে কর্মসূত্রে দুবাইয়ে ছিলেন৷ পরবর্তীকালে তিনি ফিরে আসেন কলকাতায়, এরপর নিউটাউনেই থাকতে শুরু করেন।

অভিযোগ, দীর্ঘদিন ধরে ছোটছেলে শুভাশিস মুখোপাধ্যায় বাড়ি এসে বৃদ্ধা মায়ের উপরে মানসিক চাপ তৈরি করত৷ প্রতিনিয়ত গত শনিবার ১৫ জুন ১১টা নাগাদ নিউটাউন বাড়ি থেকে সল্টলেকের বাড়িতে আসে বাড়ির গেট বন্ধ থাকায় ব্যাগে করে নিয়ে আসা হাতুড়ি দিয়ে বাড়ির গেট ভাঙে গেটের পাশেই থাকা বিদ্যুতের মিটার বক্স ভাঙতে শুরু করে৷ আওয়াজ পেয়ে বৃদ্ধা মা ১০০ নম্বরে ফোন করে আওয়াজ শুনে বড় ছেলে বৌমা বাধা দেয়।

আরও পড়ুন: ফের কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ করল কেন্দ্র! রাজ্যকে স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক

পুলিশে খবর দেওয়া হয়েছে শুনে তড়িঘড়ি ছোট ছেলে শুভাশিস মুখার্জি বাড়ি থেকে বেরনোর চেষ্টা করলে বড় ছেলে দেবাশিস এবং বৌমা মিলন বাড়ির সদর গেট বন্ধ করতে যান৷ অভিযোগ, সেই সময়েই বড় ছেলেকে মাটিতে ফেলে হাতুড়ি দিয়ে মেরে মিলনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়৷ পরবর্তী সময়ে অভিযোগ দায়ের করা হয় বিধাননগর উত্তর থানায়৷ সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।

উল্লেখ্য,  এর আগেও একাধিকবার বৃদ্ধা মায়ের ঘরে তালা লাগিয়ে দেওয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া টিভি ফ্রিজ ভেঙে একাধিক ভাবে চাপ সৃষ্টি করা হয় বাড়ি বিক্রি জন্য।

আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার তদন্ত শুরু! বুধবার থেকে জিজ্ঞাসাবাদ, ঠিক কী ঘটেছিল সেই দিন?

এমনকি, ছোট ছেলের অত্যাচার থেকে মুক্তি পেতে একাধিকবার থানার দ্বারস্থ হয় মিনতি মুখোপাধ্যায় (৮৭)। কিন্তু কোনও ধরনের আইনি সহায়তা পাননি বলে অভিযোগ করেন।

এই ঘটনায় ছোট ছেলে শুভাশিস মুখার্জিকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ।