cyclone remal local trains

Cyclone Remal alert: রিমল নিয়ে সতর্ক রেল, সোমবার শিয়ালদহে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দেখে নিন তালিকা

কলকাতা: রবিবার রাতে আছড়ে পড়তে চলেছে রিমল। রিমল নিয়ে একাধিক পদক্ষেপ করেছে ভারতীয় রেল। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে শিয়ালদহ এবং হাওড়ায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সোমবার ২৭ মে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

বাতিল করা ট্রেনগুলির মধ্যে রয়েছে:

1) লক্ষ্মীকান্তপুর – নামখানা লাইন:

ডাউন ট্রেন: 34914, 34916, UP ট্রেন: 34935, 34937, 34981

2) শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর লাইন:

ডাউন ট্রেন: 34712, 34714, 34716; আপ ট্রেন: 34711, 34713, 34715, 34717

3) শিয়ালদহ – ডায়মন্ড হারবার লাইন:

ডাউন ট্রেন: 34812, 34814, 34816; আপ ট্রেন: 34811, 34813, 34815

4) শিয়ালদহ – ক্যানিং লাইন:

আপ ট্রেন: 34511, 34513

5) সোনারপুর – ক্যানিং লাইন:

ডাউন ট্রেন: 34352, 34354

6) শিয়ালদহ – সোনারপুর লাইন:

ডাউন ট্রেন: 34412, 34424, 34426; আপ ট্রেন: 34411

7) শিয়ালদহ – বজ বাজেট লাইন:

ডাউন ট্রেন: 34112, 34114; আপ ট্রেন: 34111, 34113

8) শিয়ালদহ – বারুইপুর লাইন:

ডাউন ট্রেন: 34612, 34614; আপ ট্রেন: 34611, 34613

9) শিয়ালদহ – হাসনাবাদ লাইন:

ডাউন ট্রেন: 33512, 33514; আপ ট্রেন: 33511

10) বারাসাত – হাসনাবাদ লাইন:

ডাউন ট্রেন: 33312; আপ ট্রেন: 33311, 33313

11) সোনারপুর – বারুইপুর – ডায়মন্ড হারবার লাইন:

ডাউন ট্রেন: 34882, 34892; আপ ট্রেন: 34891, 34881

12) বারুইপুর – লক্ষ্মীকান্তপুর লাইন:

ডাউন ট্রেন: 34334; আপ ট্রেন: 34331

আরও পড়ুন: দক্ষিণবঙ্গধেয়ে আসছে রিমল, শিয়ালদহ ডিভিশনে হেল্পলাইন নম্বর চালু করল রেল

গতিপথ পরিবর্তিত হয়েছে:

  1.  34515 আপ এবং 34517 আপ ট্রেন ক্যানিং থেকে ভোর ৬টা এবং ৬টা ২০ মিনিটে ছাড়বে
  2.  34791 আপ ট্রেন ৬টা ১০ মিনিটে নামখানা থেকে ছাড়বে

3. 34817 আপ এবং 34819 আপ ট্রেন ডায়মন্ড হারবার থেকে ৫টা ৫০ এবং ৬টায় ছাড়বে।

রবিবার রাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে রিমল। ল্যান্ডফল হতে পারে বাংলাদেশের মোংলার দক্ষিণ-পশ্চিমে। ল্যান্ডফলের সময়ে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। তবে, সাময়িক ভাবে ঝড়ের গতিবেগ হতে পারে ১৩৫ কিলোমিটারও।

রিমল নিয়ে রাজ্যের ৬ জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। জেলাগুলির মধ্যে রয়েছে দুই ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলি। এই ছয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।