Category Archives: ভারত-চিন

তথ্য চুরি রুখতে,দেশকে সুরক্ষিত রাখতে ৫৯টি অ্যাপ নিষিদ্ধ: রবিশঙ্কর প্রসাদ

#নয়াদিল্লি: ভারতীয়দের মোবাইল মারফত তথ্য চুরি করছে চিন৷ এই অভিযোগ উঠেছে অনেকদিন ধরেই৷ এবং ভারত-চিন সংঘর্ষের পর থেকে চিনার পণ্যের যে বয়কটের ডাক দেওয়া হয়েছে তার মধ্যে চিনের অ্যাপগুলিও ফোন থেকে উড়িয়ে দেওয়ার আহ্বান করা হয়৷ এবার সরকারিভাবে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার কথা ঘোষণা করল ভারত সরকার৷ দেশের সুরক্ষা, নিরাপত্তা, ঐক্য ও সার্বভৌমত্ব বজায় রাখতে এই সিদ্ধান্ত সরকারের, জানালেন কেন্দ্রীয় আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ৷

১৩০কোটি ভারতীয়দের ফোনের তথ্য থাকবে নিরাপদে৷ ফোনের মাধ্যমে কোনও আড়ি পাতা হবে না৷ এটাই কাম্য৷ তবে চিনা অ্যাপের মাধ্যমে সেই নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছিল৷ অনেক দিন ধরেই এই অভিযোগ উঠছিল৷ অ্যান্ড্রয়েড এবং আইফোনের আইওএস (iOS)-এ ক্রমাগত নজরদারি চালানো ও তথ্য চুরির মতো গুরুতর অভিযোগ ছিল এই সব চিনা অ্যাপগুলির বিরুদ্ধে৷ সীমান্তে ভারতী-চিন সংঘর্ষের পরে এবার সেই নিয়ে ব্যবস্থা নিল সরকার৷

শুধুমাত্র সীমান্তে নয়, চিনের বিরুদ্ধে সব রকমভাবে পদক্ষেপ গ্রহণে ব্যস্ত ভারত সরকার৷ এবার চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে সেই বিষয়টি আরও একবার বুঝিয়ে দিল তারা৷

ভারতের সুরক্ষা ব্যবস্থার ওপর নজরদারি, ‘ক্ষতিকর’ চিনা অ্যাপগুলি হল নিষিদ্ধ

#নয়াদিল্লি: চিনা অ্যাপের নজরদারি নিয়ে অভিযোগ নিয়ে উঠছিল বহুদিন ধরে৷ চিনকে বয়কট করতে বন্ধ করতে হবে চিনের ব্যবসা এবং অবশ্যই চিনা পণ্য৷ যার মধ্যে চিনা জনপ্রিয় অ্যাপও ছিল৷ সেই গুলিকে বয়কটের ডাক দিচ্ছিল অনেকে৷ চিন-ভারত সংঘর্ষের পর রীতিমত এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল৷ এবার সেই পথে হাঁটল সরকার৷ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধের ঘোষণা হল৷ যার মধ্যে রয়েছে TikTok, Shareit, UC Browser-র মত অ্যাপগুলি৷

অ্যানড্রয়েড এবং আইফোনের আইওএস (iOS)-এ ক্রমাগত নজরদারি চালায় এই চিনা অ্যাপ এবং তথ্য চুরি করে৷ এই অভিযোগ ছিল৷ তাই এবার চিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি এই সিদ্ধান্ত সরকারের৷

এই পদক্ষেপের জন্য সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠন The Confederation of All India Traders ( CAIT) প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছে৷ ইতিমধ্যেই দেশে চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে তারা৷ তাদের সেই ডাকে যে আরও জোরদার হবে, মনে করেছেন এই সংগঠন৷

৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণার ফলে চিনা মাল বয়কটের ডাক আরও জোরালো হবে৷ এর ফলে দেশের শক্তি বাড়াবে৷ এই ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ এবং এতে বাড়রে দেশের ঐক্য৷ বলছে The Confederation of All India Traders ( CAIT) ৷

শহিদদের কফিন নিয়ে PM Cares-কে কটাক্ষ, দলের চিকিৎসককে সরাল চেন্নাই সুপার কিংস

#চেন্নাই: চিনে ২০ জন ভারতীয় সেনার হত্যার ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ৷ তার মধ্যেই এই ঘটনাকে জড়িয়ে পিএম কেয়ার্স ফান্ড- কে কটাক্ষ করে বিপাকে পড়লেন আইপিএল-এর চেন্নাই সুপার কিংস দলের চিকিৎসক মধু থোট্টাপপিল্লিল৷ তাঁর একটি ট্যুইটকে ব্যাপক সমালোচিত হয়৷ পরে সেই ট্যুইট তিনি সরিয়েও নেন৷ যদিও এই ট্যুইট করার অভিযোগে ওই চিকিৎসককে বহিষ্কার করেছে চেন্নাই সুপার কিংস৷

লাদাখ সীমান্তে ২০ জন সেনা জওয়ানের শহিদ হওয়ার খবর আসার পর পরই ট্যুইটারে ওই চিকিৎসক লেখেন, ‘যে কফিনগুলি ফিরবে সেগুলির গায়েও ‘পিএম কেয়ার্স’-এর স্টিকার সাঁটা থাকবে কি না জানতে কৌতূহল হচ্ছে!’

স্বভাবতই ট্যুইটার ব্যবহারকারীরা এই ট্যুইট দেখে নিজেদের ক্ষোভ উগরে দেন৷ চাপে পড়ে সেই ট্যুইট ডিলিটও করে দেন মধু৷ কিন্তু ততক্ষণে তা ভাইরাল হয়ে গিয়েছে৷

দলীয় চিকিৎসকের এই দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ হয় চেন্নাই ম্যানেজমেন্টও৷ বুধবারই বিবৃতি দিয়ে দলের তরফে জানানো হয়, ওই চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে৷ ট্যুইট করে দলের তরফে জানানো হয়, মধু থোট্টাপপিল্লিলের ওই ব্যক্তিগত ট্যুইট সম্পর্কে অবগত ছিল না চেন্নাই টিম ম্যানেজমেন্ট৷ বিবৃতিতে আরও লেখা হয়, ‘টিম ম্যানেজমেন্টের অজান্তে করা এই কুরুচিকর ট্যুইটটির জন্য আমরা দুঃখপ্রকাশ করছি৷ তাঁকে দলের চিকিৎসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷’

 

India-China Border Violence: ‘আমিও সেনার মেয়ে !’ শহিদদের শ্রদ্ধা জানালেন অনুষ্কা শর্মা

#মুম্বই: অতর্কিতে হামলা চালিয়েছিল শত্রুরা৷ কাঁটা লাগানো লাঠি দিয়ে নৃশংস আক্রমণের মুখেও বীরের মতো লড়েছেন ওঁরা৷ রক্তাক্ত অবস্থায় প্রবল ঠান্ডার মধ্যেই দেশের জন্য প্রাণ দিয়েছেন ২০ জন বীর জওয়ান৷

লাদাখের গালওয়ানে চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত সেনা জওয়ানদের লেহ-এর সেনা হাসপাতালেই শেষ শ্রদ্ধা জানাল ভারতীয় সেনাবাহিনী৷ সামরিক রীতি মেনেই যাবতীয় প্রক্রিয়া শেষ হয়৷

ট্যুইটারে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ অনুষ্কা লেখেন, ‘আমিও এক সেনার মেয়ে ৷ একজন সৈনিকের মৃত্যু মেনে নেওয়া আমার কাছে বারে বারেই কঠিন ৷ আমি শান্তির জন্য ইশ্বরের কাছে প্রার্থনা করি ৷ পরিবারের প্রতি সমবেদনা রইল ৷’

দেখুন অনুষ্কার ট্যুইট–

‘শহিদদের বীরত্ব আরও অনেককে অনুপ্রাণিত করবে’, শোকপ্রকাশ সচিনের

#মুম্বই: মাতৃভূমিকে রক্ষা করার জন্য যে সাহসিকতার পরিচয় দিয়েছেন বীর জওয়ানরা, তা আরও অনেককে অনুপ্রাণিত করবে৷ তার মধ্যে দিয়েই বেঁচে থাকবেন লাদাখের শহিদরা৷ চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হত ভারতীয় সেনা জওয়ানদের এভাবেই শ্রদ্ধা জানালেন সচিন তেন্ডুলকর৷ একই সঙ্গে নিহত জওয়ানদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার৷

ট্যুইটারে সচিন লেখেন, ‘মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে আমাদের শহিদরা যে বীরত্ব দেখিয়েছেন, তা আরও অনেককে অনুপ্রাণিত করবে এবং তাঁদের মধ্যে দিয়েই এই শহিদরা বেঁচে থাকবেন৷ গোটা দেশ এই সাহসী জওয়ানদের মৃত্যুতে শোকজ্ঞাপন করছে এবং তাঁদের নিঃস্বার্থ বাবা মা ও পরিবারের পাশে রয়েছে৷ আমার গভীর সমবেদনা জানাই এবং প্রত্যেকের আত্মার শান্তি কামনা করি৷’

সোমবার লাদাখের গালওয়ানে ১৬ বিহার রেজিমেন্টের জওয়ানদের উপরে অতর্কিতে হামলা চালায় চিনের সেনাবাহিনী৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ২০ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে৷ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অনেক জওয়ান৷ সমাজের সব স্তরের মানুষ বীর জওয়ানদের শ্রদ্ধা জানাচ্ছেন৷ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও জানিয়েছেন, দেশ এই জওয়ানদের বলিদান কোনওদিন ভুলবে না৷