Tag Archives: chinese app

PUBG নিষিদ্ধ অ্যাপ-তালিকায় নেই, জেনেই TikTok আসক্তদের নিয়ে রসিকতা শুরু ট্যুইটারে!

সোমবার রাতে সম্ভবত অনলাইন গেম প্রেমী বহু ভারতীয় রাতে সাধ্যমতো এলাহি ভোজের আয়োজন করলেন৷ অন্তত পাতে না হলেও, মনে তো অবশ্যই ফূর্তির শেষ নেই৷ যার প্রতিফলন ট্যুইটারে তুমুল রসিকতা৷ কথা হচ্ছে, TikTok বনাম PUBG৷ দুটোই প্রায় সমান জনপ্রিয় ভারতে৷ গেমারদের কাছে PUBG সেরা৷ আবার ভিডিও প্রেমীদের কাছে TikTok যথেষ্ট জনপ্রিয়৷

সোমবার সন্ধ্যায় TikTok-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করতেই, সোশ্যাল মিডিয়ায় উল্লাসে ফেটে পড়েন PUBG ব্যবহারকারীরা৷ প্রথমে অনেকেই ভেবেছিল, PUBG হয়তো চিনা অ্যাপ৷

পরে দেখা যায়, PUBG চিনা অ্যাপ নয়৷ স্বস্তির নিঃশ্বাস ফেলেন গেমাররা৷ শুরু হয়ে গিয়েছে মিম৷ ট্যুইটারে TikTok ব্যবহারকারীদের উদ্দেশে চরম রসিকতা শুরু করেছেন নেটিজেনরা৷

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, ১৩০ কোটি ভারতবাসীর তথ্য সুরক্ষা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন উঠছিল৷ দেশের ঐক্যতা, সার্বভৌমত্বের পক্ষেও এই অ্যাপগুলি ক্ষতিকর৷ নিষিদ্ধ হওয়া এই ৫৯টি অ্যাপ-এর মধ্যে TikTok, Shareit, Kwai, UC Browser, Baidu map-সহ একাধিক তথাকথিত জনপ্রিয় অ্যাপ রয়েছে৷

PUBG তৈরি করেছেন ব্রেনডেন গ্রিনে নামে এক ব্যক্তি৷ তিনি আয়ারল্যান্ডের বাসিন্দা৷ ফলে চিনা অ্যাপ তালিকায় স্বাভাবিক ভাবেই PUBG নেই৷

তথ্য চুরি রুখতে,দেশকে সুরক্ষিত রাখতে ৫৯টি অ্যাপ নিষিদ্ধ: রবিশঙ্কর প্রসাদ

#নয়াদিল্লি: ভারতীয়দের মোবাইল মারফত তথ্য চুরি করছে চিন৷ এই অভিযোগ উঠেছে অনেকদিন ধরেই৷ এবং ভারত-চিন সংঘর্ষের পর থেকে চিনার পণ্যের যে বয়কটের ডাক দেওয়া হয়েছে তার মধ্যে চিনের অ্যাপগুলিও ফোন থেকে উড়িয়ে দেওয়ার আহ্বান করা হয়৷ এবার সরকারিভাবে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার কথা ঘোষণা করল ভারত সরকার৷ দেশের সুরক্ষা, নিরাপত্তা, ঐক্য ও সার্বভৌমত্ব বজায় রাখতে এই সিদ্ধান্ত সরকারের, জানালেন কেন্দ্রীয় আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ৷

১৩০কোটি ভারতীয়দের ফোনের তথ্য থাকবে নিরাপদে৷ ফোনের মাধ্যমে কোনও আড়ি পাতা হবে না৷ এটাই কাম্য৷ তবে চিনা অ্যাপের মাধ্যমে সেই নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছিল৷ অনেক দিন ধরেই এই অভিযোগ উঠছিল৷ অ্যান্ড্রয়েড এবং আইফোনের আইওএস (iOS)-এ ক্রমাগত নজরদারি চালানো ও তথ্য চুরির মতো গুরুতর অভিযোগ ছিল এই সব চিনা অ্যাপগুলির বিরুদ্ধে৷ সীমান্তে ভারতী-চিন সংঘর্ষের পরে এবার সেই নিয়ে ব্যবস্থা নিল সরকার৷

শুধুমাত্র সীমান্তে নয়, চিনের বিরুদ্ধে সব রকমভাবে পদক্ষেপ গ্রহণে ব্যস্ত ভারত সরকার৷ এবার চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে সেই বিষয়টি আরও একবার বুঝিয়ে দিল তারা৷

ভারতের সুরক্ষা ব্যবস্থার ওপর নজরদারি, ‘ক্ষতিকর’ চিনা অ্যাপগুলি হল নিষিদ্ধ

#নয়াদিল্লি: চিনা অ্যাপের নজরদারি নিয়ে অভিযোগ নিয়ে উঠছিল বহুদিন ধরে৷ চিনকে বয়কট করতে বন্ধ করতে হবে চিনের ব্যবসা এবং অবশ্যই চিনা পণ্য৷ যার মধ্যে চিনা জনপ্রিয় অ্যাপও ছিল৷ সেই গুলিকে বয়কটের ডাক দিচ্ছিল অনেকে৷ চিন-ভারত সংঘর্ষের পর রীতিমত এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল৷ এবার সেই পথে হাঁটল সরকার৷ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধের ঘোষণা হল৷ যার মধ্যে রয়েছে TikTok, Shareit, UC Browser-র মত অ্যাপগুলি৷

অ্যানড্রয়েড এবং আইফোনের আইওএস (iOS)-এ ক্রমাগত নজরদারি চালায় এই চিনা অ্যাপ এবং তথ্য চুরি করে৷ এই অভিযোগ ছিল৷ তাই এবার চিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি এই সিদ্ধান্ত সরকারের৷

এই পদক্ষেপের জন্য সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠন The Confederation of All India Traders ( CAIT) প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছে৷ ইতিমধ্যেই দেশে চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে তারা৷ তাদের সেই ডাকে যে আরও জোরদার হবে, মনে করেছেন এই সংগঠন৷

৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণার ফলে চিনা মাল বয়কটের ডাক আরও জোরালো হবে৷ এর ফলে দেশের শক্তি বাড়াবে৷ এই ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ এবং এতে বাড়রে দেশের ঐক্য৷ বলছে The Confederation of All India Traders ( CAIT) ৷