Category Archives: দক্ষিণ ২৪ পরগনা

South 24 Parganas News: কাটোয়ার ধাঁচে সার্বজনীন কার্তিক পুজো কৌতলাতে, থিমের মণ্ডপে মানুষের ভিড়

দক্ষিণ ২৪ পরগনা: এবার কাটোয়ার ধাঁচে কার্তিক উৎসব হল কৌতলাতে। কার্তিক পুজো সাধারণত হয় বাড়িতে। সার্বজনীনভাবে এই পুজো আয়োজন করা হয় খুব কম। সার্বজনীন কার্তিক পুজোর কথা উঠলেই কাটোয়ার কথা মাথায় আসে সকলের। তবে এবার দক্ষিণ ২৪ পরগনাতেও সেই ছবি দেখা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কৌতলাতে শুরু হয়েছে কার্তিক উৎসব।

আরও পড়ুন: সোনার টুকরো মেয়ে! মা ট্রেনের হকার, আন্তর্জাতিক স্তরে সোনা জয় বলাগড়ের প্রীতির

৪ দিন ধরে চলবে এই উৎসব। পুজো উপলক্ষ্যে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির সহ একাধিক অনুষ্ঠান আয়োজন করেছে উদ্যোক্তারা। কার্তিক পুজো এই এলাকার মানুষজনের মধ্যে খুশির জোয়ার বয়ে নিয়ে আসে প্রতিবছর। ৯ বছর ধরে আয়োজিত হচ্ছে এই পুজো। এই পুজোতে গ্রামের সকলে সমানভাবে অংশগ্রহণ করেন। এবছর এই পুজোর উদ্বোধন করেছেন রায়দিঘির বিধায়ক ডা: অলক জলদাতা, উপস্থিত ছিলেন।

দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য উদয় হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব‌্যক্তিরা। কার্তিক ঠাকুর হলেন যুদ্ধের দেবতা। তাঁর রয়েছে দৃড় মানসিকতা ও সাহস। সেই সাহসের উপর ভর করে আগামী বছরগুলিতেও এই পুজো চালিয়ে যেতে চান উদ্যোক্তারা। এবছর পুজো মন্ডপটিকে তাঁরা রাজবাড়ির আদলে রূপ দিয়েছেন। মন্ডপের সামনে প্রতিষ্ঠা করা হয়েছে শিবলিঙ্গ। যা দেখতে প্রচুর মানুষজনের সমাগম হচ্ছে সেখানে।

নবাব মল্লিক

Red Alert on Sea for Cyclone: সমুদ্রে বেড়াতে যাচ্ছেন? ঘূর্ণিঝড়ের জেরে এখনও উত্তাল সাগর, জানুন আবহাওয়ার খবর

প্রভাব কমতে শুরু করেছে ঘূর্ণিঝড় মিধিলির। তবে তার প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র। এখনও পর্যন্ত রেড অ্যালার্ট জারি রয়েছে সমুদ্র যাত্রার জন্য।
প্রভাব কমতে শুরু করেছে ঘূর্ণিঝড় মিধিলির। তবে তার প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র। এখনও পর্যন্ত রেড অ্যালার্ট জারি রয়েছে সমুদ্র যাত্রার জন্য।
উপকূলবর্তী বকখালি, ফ্রেজারগঞ্জ, জি-প্লটে সমুদ্রে ঢেউ রয়েছে। আকাশ আংশিক মেঘলা রয়েছে। তবে সকাল থেকে কোনও বৃষ্টি হয়নি।
উপকূলবর্তী বকখালি, ফ্রেজারগঞ্জ, জি-প্লটে সমুদ্রে ঢেউ রয়েছে। আকাশ আংশিক মেঘলা রয়েছে। তবে সকাল থেকে কোনও বৃষ্টি হয়নি।
গাঙ্গেয় সুন্দরবনে সকাল থেকেই রৌদ ঝলমলে আবহাওয়া রয়েছে। সেখানে নদীগুলিতে ঢেউ নেই বললেই চলে। তবুও বাড়তি সতর্কতা হিসাবে কম পরিমাণে নৌকা চলছে।
গাঙ্গেয় সুন্দরবনে সকাল থেকেই রৌদ ঝলমলে আবহাওয়া রয়েছে। সেখানে নদীগুলিতে ঢেউ নেই বললেই চলে। তবুও বাড়তি সতর্কতা হিসাবে কম পরিমাণে নৌকা চলছে।
বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের এখনই না যাওয়ার জন্য অনুরোধ করছে প্রশাসন। বিকালের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে এখনও সমুদ্র উত্তাল রয়েছে।
বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের এখনই না যাওয়ার জন্য অনুরোধ করছে প্রশাসন। বিকালের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে এখনও সমুদ্র উত্তাল রয়েছে।
আবহাওয়া দফতর থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে এই বৃষ্টি হবে।
আবহাওয়া দফতর থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে এই বৃষ্টি হবে।
সব মিলিয়ে শনিবার সমস্ত দিন আবহাওয়ার লুকোচুরি খেলা দেখা যাবে দক্ষিণ ২৪ পরগনায়। কখনও বৃষ্টি আবার কখনও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যাবে। বিকালের পর পরিস্থিতির উন্নতি হবে‌।
সব মিলিয়ে শনিবার সমস্ত দিন আবহাওয়ার লুকোচুরি খেলা দেখা যাবে দক্ষিণ ২৪ পরগনায়। কখনও বৃষ্টি আবার কখনও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যাবে। বিকালের পর পরিস্থিতির উন্নতি হবে‌।

South 24 Parganas News: স্কুল ছাত্ররা পড়াশোনা ফেলে বাইক রেসিংয়ে মত্ত! কলকাতার দোরগোড়ায় নতুন বিপত্তি

দক্ষিণ ২৪ পরগনা: বাইক রেসিংয়ের দাপট নাজেহাল এলাকাবাসী। প্রবল গতিতে বাইকের ছুটে যাওয়া এবং সেই সঙ্গে বিকট আওয়াজে অতিষ্ঠ বাসিন্দারা। এত বিকট শব্দে অনেকেই মাথা ব্যথায় ভুগছেন। বাইক রেসিংয়ের জেরে রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পাচ্ছে মানুষ। শেষে বাধ্য হয়েই তিতিবিরক্ত বাসিন্দারা বারুইপুর থানায় অভিযোগ জানান।

আরও পড়ুন: কেমন খাবার খাচ্ছে মানুষ? খতিয়ে দেখতে রেস্তোরাঁয় হানা

এলাকাবাসীর অভিযোগ পেয়ে বারুইপুর থানার পুলিস টংতলা, ধোপাগাছি এলাকায় অভিযান চালিয়ে ১৩ টি দামি বাইক বাজেয়াপ্ত করে। তাতেই দেখা যায় বেশিরভাগ বাইক চালক স্কুল অথবা কলেজ পড়ুয়া। এরপরই তাদের পরিবারকে থানায় তলব করা হয়। বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, বাইকচালকরা প্রত্যেকেই ছাত্র। তাই পরিবারের লোকজনকে থানায় ডেকে কড়াভাবে সতর্ক করা হবে।

প্রতিদিনই বাইক রেসিংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এলাকায়। পুলিস সূত্রে খবর, বারুইপুরের টংতলা, পুরন্দরপুর মোড়, ধোপাগাছি এলাকা হয়ে বারুইপুর-আমতলা রোডে বাইক রেস নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। বাইক চালকরা টংতলার টেলি অ্যাকাডেমির সামনে নির্জন জায়গা থেকে প্রতিযোগিতা শুরু করত। তারপর সরাসরি এসে উঠত মূল রাস্তায়। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতি বুধ, শনি ও রবিবার বিকেল হলেই রেসিং হত। এর জেরে দুর্ঘটনাও ঘটেছে। রাস্তায় চলাচল করতে ভয় পায় সাধারণ মানুষ। বাইক চালকদের কারোর মাথাতেই হেলমেট থাকত না। এলাকার মানুষ চায় পুলিশ এই অভিযানের মধ্য দিয়ে স্থায়ীভাবে বাইক রেসিং বন্ধ করে দিক। না হলে আগামী দিনে বড় বিপত্তি দেখা দিতে পারে বলে তাঁদের আশঙ্কা।

সুমন সাহা