Category Archives: Uncategorized

IMC 2021: ৫জি পরিষেবাকে জাতীয় অগ্রাধিকার দেওয়া হোক, ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে বললেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি

#মুম্বই: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (Reliance Industries Limited) চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি (Mukesh Ambani) জানিয়েছেন যে, বর্তমানে ভারতের জাতীয় গুরুত্ব হল ৫জি (5G Technology) পরিষেবা চালু করা। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস, ২০২১-এ (India Mobile Congress) এই কথা জানিয়েছেন মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি জানিয়েছেন যে, ভারতের সর্বত্র ৫জি পরিষেবা ছড়িয়ে দেওয়াই এখন একমাত্র লক্ষ্য হোক। ভারতে ২জি পরিষেবা থেকে শুরু করে ৪জি নেটওয়ার্কের যে বিপ্লব ঘটেছে, সেই ইন্টারনেট বিপ্লব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা হচ্ছে ৫জি নেটওয়ার্ক। এই ৫জি বিপ্লব নিয়ে আসার জন্য তাঁরা কাজ করে চলেছেন।

মুকেশ আম্বানি ইন্ডিয়া মোবাইল কংগ্রেস, ২০২১-এ (IMC 2021) জানিয়েছেন, “পরবর্তী নতুন দশকের উন্নত কানেকটিভিটির জন্য নিয়ে আসা হচ্ছে ৫জি নেটওয়ার্ক পরিষেবা। এটাই এখন ভারতের জাতীয় গুরুত্ব। এখন আমাদের জিও (Jio) কোম্পানির প্রধান লক্ষ্য হল ৪জি এবং ৫জি নেটওয়ার্ক পরিষেবার ওপর গুরুত্ব দেওয়া এবং তা দেশের প্রতিটি কোণে ছড়িয়ে দেওয়া। এছাড়াও আমাদের লক্ষ্য ব্রডব্যান্ড পরিষেবার উন্নতি করে তা সকলের কাছে পৌঁছে দেওয়া। আমরা ৫জি পরিষেবা দ্রুত নিয়ে আসার জন্য কাজ করে চলেছি। এই ৫জি নেটওয়ার্ক হতে চলেছে সম্পূর্ণরূপে ক্লাউড ন্যাটিভ এবং ডিজিটালি ম্যানেজড।”

আরও পড়ুন-EPFO: চাকরিজীবীদের জন্য সুখবর, ২২.৫৫ কোটি জনতার পিএফ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হল, চেক করুন ব্যালেন্স

মুকেশ আম্বানি ইন্ডিয়া মোবাইল কংগ্রেস, ২০২১-এ জানিয়েছেন, “রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রিলায়েন্স জিওর (Reliance Jio) মাধ্যমে ভারতে যে ইন্টারনেট বিপ্লবের সূচনা করেছিল, সেই ইন্টারনেট বিপ্লবের নতুন রাস্তা হিসাবে সূচনা করা হবে ৫জি নেটওয়ার্কের। ৫জি নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে সেটি ব্যবহার করার জন্য নিয়ে আসতে হবে উন্নত ডিভাইজ এবং অ্যাপ্লিকেশন। ভারতের ইউজারদের যেন ৫জি নেটওয়ার্ক পরিষেবা ব্যবহার কোর্টে কোনও অসুবিধা না হয় সেই উদ্দেশ্যেই জিও কাজ করে চলেছে। ৫জি নেটওয়ার্ক পরিষেবার মাধ্যমে সকল ইউজারকে উন্নত এবং দ্রুত ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ৫জি নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে ভারতের সর্বত্র ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়াও আমাদের লক্ষ্য। এর জন্য পুরো দেশ জুড়ে ফাইবার ছড়িয়ে দেওয়ার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। আমাদের লক্ষ্য হল উন্নততর ডিজিটাল পরিষেবা প্রদান।”

আরও পড়ুন- ফিক্সড ডিপোজিটে বেড়েছে সুদের হার; কোন ব্যাঙ্কে বিনিয়োগ করলে পাওয়া যাবে বেশি রিটার্ন?

ভারতে ২জি নেটওয়ার্ক পরিষেবা থেকে ৪জি নেটওয়ার্ক পরিষেবা পর্যন্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিওর মাধ্যমে ভারতে সূচনা হয়েছে এক ডিজিটাল বিপ্লবের। ভারতের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে সস্তায় ইন্টারনেট পরিষেবা। এখন ভারতের প্রতিটি কোণে ৫জি নেটওয়ার্ক পরিষেবা পৌঁছে দেওয়াই তাঁদের একমাত্র লক্ষ্য। ‘আ মিশন মোড’-এর (A Mission Mode) অধীনে ৫জি নেটওয়ার্কের কানেকটিভিটির জন্য পুরো ভারত জুড়ে ফাইবার কানেকটিভিটির কাজও প্রায় শেষ বলে জানা গিয়েছে।

Viral Video: রোম্যান্টিক ভিডিও থেকে কমেডি! ডান্স ফ্লোরে ধরাশায়ী হলেন স্বামী-স্ত্রী!

#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ার প্রায়শই নানা মজার মজার ভিডিও শেয়ার হতে দেখা যায়। কয়েকদিন আগে এই রকমই একটি মজার ভিডিও নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভাইরাল ওই ভিডিওটি (Viral Video) এক দম্পতির। এই ভিডিওটি সম্ভবত একটি বিয়ের অনুষ্ঠানে তোলা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক দম্পতির গানের তালে নাচতে গিয়েই হঠাৎ ছন্দপতন (Viral Video of Couple Dancing)!

এখন বিয়ের মরশুম চলছে। মোটামুটি বিয়ের অনুষ্ঠান, সানাই, নহবতে কান পাতা দায়। এরই মধ্যে যুক্ত হয়েছে ওয়েডিং পার্টির হইহুল্লোড়। বলা বাহুল্য, তরুণ-তরুণীদের সঙ্গে সঙ্গে বড়রাও সমান উৎসাহী। বিশেষ করে এখন ডিজের তালে তালে অতিথিদের উদ্দাম নাচের ছবি প্রায় সব অনুষ্ঠানে ধরা পড়ছে। এমনই এক বিয়েতে ডান্স ফ্লোরে নাচতে নাচতেই এক দম্পতির সঙ্গে দুর্ঘটনা ঘটে যায়।

আরও পড়ুন-EPFO: চাকরিজীবীদের জন্য সুখবর, ২২.৫৫ কোটি জনতার পিএফ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হল, চেক করুন ব্যালেন্স

ডান্স ফ্লোরে তোলা এই ভিডিওটি এখন চারদিকেই ভাইরাল হচ্ছে। এতে স্বামী-স্ত্রীর মধ্যে ঘটে যাওয়া দুর্ঘটনা অনেকের জন্যই শিক্ষণীয় হয়ে উঠতে পারে। নাচের ভিডিওর শুরুটা বেশ মজার ছিল। এতে বিভিন্ন দম্পতিদের মঞ্চে হাত মিলিয়ে নাচতে দেখা যাচ্ছিল। কিন্তু এর পর যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেননি। নাচের সময় হঠাৎই এক ভদ্রলোক তাঁর স্ত্রীকে কোলে তুলতে চাইলেই ঘটে বিপদ। স্বামী সবার সামনে স্ত্রীকে কোলে তুলে নিতেই ভিডিওতে দেখা যায় নয়া ট্যুইস্ট।

ভিডিওতে ‘তেরে বিন নেহি লাগদা দিল মেরা’ গানটি বাজছিল। এই গানে নাচছিলেন দুই দম্পতি, হঠাৎই তাঁদের মধ্যে এক দম্পতি অন্যদের চেয়ে কিছুটা সরে এসে স্ত্রীকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করেন। স্ত্রীর ওজন একটু বেশি থাকায়, ওই ভদ্রলোক সঠিক ভাবে নিজের ভারসাম্য রাখতে পারছিলেন না। ওই অবস্থাতেই টালমাটাল হয়ে দুলতে থাকেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে এর পরও সমানে নাচতে থাকেন ওই ব্যক্তি। পিছন থেকে হাসির শব্দ ভেসে এলেও কোনও রকম তোয়াক্কা করেননি, এক সময়ে হঠাৎ ছন্দপতন! স্ত্রী-সহ একেবারে মেঝেতে ধরাশায়ী ওই ভদ্রলোক!

আরও পড়ুন-ফিক্সড ডিপোজিটে বেড়েছে সুদের হার; কোন ব্যাঙ্কে বিনিয়োগ করলে পাওয়া যাবে বেশি রিটার্ন?

ভিডিওটি ট্যুইটারে (Twitter) @nitbatta নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল ‘যতটা সামলাতে পারো ততটাই ভালোবাসো’। ক্রমশই ভাইরাল হচ্ছে এই ভিডিও। অনেক মানুষই কমেন্টে লিখেছেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক এই রকমই হঠাৎ উত্থান কিংবা পতনের মধ্য দিয়ে যায়, এটাই স্বাভাবিক!