Tag Archives: Reliance Jio

Jio Prepaid Plans: ৭০০ টাকায় দারুণ ৩ সুবিধা! বর্ষপূর্তিতে বড় ছাড় পাবে জিও প্রিপেড ব্যবহারকারীরা

রিলায়েন্স জিও তাদের অষ্টম বর্ষপূর্তিতে বড় ঘোষণা করল। এই উপলক্ষে দেশের প্রিপেইড ব্যবহারকারীদের জন্য বিশেষ অফার দিচ্ছে রিলায়েন্স জিও।
রিলায়েন্স জিও তাদের অষ্টম বর্ষপূর্তিতে বড় ঘোষণা করল। এই উপলক্ষে দেশের প্রিপেইড ব্যবহারকারীদের জন্য বিশেষ অফার দিচ্ছে রিলায়েন্স জিও।
গ্রাহকরা নির্বাচিত প্রিপেইড প্ল্যানগুলিতে বিশেষ অফার পেতে পারেন। ওটিটি-র সাবস্ক্রিপশন, স্পেশ্যাল মেম্বারশিপের মতো আরও অনেক কিছুতে ৭০০ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন৷
গ্রাহকরা নির্বাচিত প্রিপেইড প্ল্যানগুলিতে বিশেষ অফার পেতে পারেন। ওটিটি-র সাবস্ক্রিপশন, স্পেশ্যাল মেম্বারশিপের মতো আরও অনেক কিছুতে ৭০০ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন৷
Jio এখন ভারতে ৪৯০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীকে বাজেট মূল্যে উচ্চ-গতির ডেটা এবং পরিষেবা অফার করে। Jio গ্রাহকরা ৫-১০ সেপ্টেম্বর পর্যন্ত রিচার্জ করলে ৭০০ টাকার তিনটি সুবিধা পাবেন৷
Jio এখন ভারতে ৪৯০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীকে বাজেট মূল্যে উচ্চ-গতির ডেটা এবং পরিষেবা অফার করে। Jio গ্রাহকরা ৫-১০ সেপ্টেম্বর পর্যন্ত রিচার্জ করলে ৭০০ টাকার তিনটি সুবিধা পাবেন৷
আপনি যদি ৮৯৯ টাকা এবং ৯৯৯ টাকার ত্রৈমাসিক প্ল্যানটি কেনেন, বা ৩,৫৯৯ টাকার বার্ষিক প্ল্যান নেন, তবেই সুবিধাগুলি পাওয়া যাবে৷
আপনি যদি ৮৯৯ টাকা এবং ৯৯৯ টাকার ত্রৈমাসিক প্ল্যানটি কেনেন, বা ৩,৫৯৯ টাকার বার্ষিক প্ল্যান নেন, তবেই সুবিধাগুলি পাওয়া যাবে৷
Jio রুপি ৮৯৯ এবং ৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যানগুলিতে প্রতিদিন ২ জিবি ডেটা খরচের সুবিধা আছে। যথাক্রমে ৯০ দিন এবং ৯৮ দিনের বৈধতা দেবে।
Jio রুপি ৮৯৯ এবং ৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যানগুলিতে প্রতিদিন ২ জিবি ডেটা খরচের সুবিধা আছে। যথাক্রমে ৯০ দিন এবং ৯৮ দিনের বৈধতা দেবে।
যদিও ৩,৫৯৯ টাকার বার্ষিক প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা এবং ৩৬৫ দিনের বৈধতা দেওয়া হয়। এই প্ল্যানগুলিতে বিশেষ রিচার্জ অফারটি ১০টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন এবং ১৭৫ টাকায় ২৮ দিনের মেয়াদ-সহ ১০ জিবি ডেটা প্যাকের সুবিধা দেবে।
যদিও ৩,৫৯৯ টাকার বার্ষিক প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা এবং ৩৬৫ দিনের বৈধতা দেওয়া হয়। এই প্ল্যানগুলিতে বিশেষ রিচার্জ অফারটি ১০টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন এবং ১৭৫ টাকায় ২৮ দিনের মেয়াদ-সহ ১০ জিবি ডেটা প্যাকের সুবিধা দেবে।
এছাড়াও আপনি বিনামূল্যে ৩ মাসের Zomato গোল্ড মেম্বারশিপ এবং AJIO-তে ২৯৯৯ টাকার উপরে কেনাকাটা করলে ৫০০ টাকার AJIO ভাউচারও পাবেন।
এছাড়াও আপনি বিনামূল্যে ৩ মাসের Zomato গোল্ড মেম্বারশিপ এবং AJIO-তে ২৯৯৯ টাকার উপরে কেনাকাটা করলে ৫০০ টাকার AJIO ভাউচারও পাবেন।

Jio Plans: জিও-র এই ২ প্ল্যানে ধামাকা! ৩ মাসের জন্য ফ্রি Netflix! প্রচুর ডেটা-সহ আরও অনেক সুবিধা

রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্ল্যান অফার করে। গ্রাহকরা তাঁদের সুবিধা ও সামর্থ্য অনুযায়ী নিজেদের প্ল্যান বেছে নেন। বর্তমানে কোম্পানির পোর্টফোলিওতে দুটি নতুন প্ল্যান যোগ করা হয়েছে। আমরা এখানে যে প্ল্যানগুলির কথা বলছি তা হল ১,২৯৯ টাকা এবং ১,৭৯৯ টাকার দুটি প্ল্যান, এই দুটি প্ল্যানের বৈধতা ৮৪ দিন পর্যন্ত বজায় থাকবে।

১,২৯৯ টাকার প্ল্যান

জিও-এর এই ১,২৯৯ টাকার প্রিপেড প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন ২GB ডেটা দেওয়া হয়। প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও পেতে পারেন। এছাড়াও, প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা রয়েছে। নতুন রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীদের আনলিমিটেড ৫জি ডেটা দেওয়া হয়েছে। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন অর্থাৎ প্রায় ৩ মাস পর্যন্ত বহাল থাকবে।

পরিশেষে, যদি আমরা এই প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলি, তাহলে ১,২৯৯ টাকার এই জিও প্রিপেড প্ল্যানে গ্রাহকদের Netflix মোবাইল প্যাকের অ্যাক্সেস দেওয়া হয়। প্রসঙ্গত জানিয়ে রাখি যে, ব্যবহারকারীরা যদি Netflix-এর জন্য একটি আলাদা প্ল্যান নেন, তাহলে তারা এক মাসের জন্য ১৪৯ টাকায় Netflix মোবাইল প্যাক পাবেন। মোবাইল প্ল্যান ব্যবহারকারীরা 480p (SD) রেজোলিউশনে Netflix-এ ভিডিও দেখতে পারবেন।

১,৭৯৯ টাকার প্ল্যান

রিলায়েন্স জিওর ১,৭৯৯ টাকার দ্বিতীয় প্ল্যানের কথা বললে, এতে গ্রাহকদের প্রতিদিন ৩জিবি ডেটা দেওয়া হয়। এর পাশাপাশি এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০টি SMS এর সুবিধাও পাবেন। প্ল্যানে আনলিমিটেড ৫G ডেটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন পর্যন্ত বজায় থাকবে।

আরও পড়ুন: মোবাইল পরিষেবা বন্ধের ভয় দেখিয়ে ফোন? সাইবার প্রতারণা রুখতে নির্দেশিকা জারি TRAI-এর

আরও পড়ুন: ফোনের গ্যালারিতে কীভাবে WhatsApp-এর কনটেন্ট সেভ হওয়া বন্ধ করবেন, জেনে নিন টিপস

এই দুই প্ল্যানেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জিও তাদের ১,৭৯৯ টাকার প্যাক সহ Netflix-এর বেসিক প্ল্যানও অফার করছে। প্রসঙ্গত জানিয়ে রাখি যে, Netflix-এর বেসিক প্ল্যানের দাম এক মাসের জন্য ১৯৯ টাকা। মূল প্ল্যানে 720p (HD) রেজোলিউশনে ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীরা।

Reliance AGM 2024: বার্ষিক রাজস্বে নজির, সাফল্যের খতিয়ানে দেশে প্রথম Reliance Industries Limited

নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৭-তম অ্যানুয়াল জেনারেল মিটিং (এজিএম)। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ভারতের বৃহত্তম সমষ্টি কীভাবে উদীয়মান সুযোগগুলিকে পুঁজি করে উন্নতির পরিকল্পনা করছে, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন প্রায় ৩.৫ মিলিয়ন শেয়ারহোল্ডার।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির এই উদ্বোধনী ভাষণের পরে অন্যান্য বোর্ড সদস্য এবং কোম্পানির অধীনস্থ প্রতিনিধিদের বক্তৃতা এবং উপস্থাপনা অুষ্ঠিত হতে চলেছে। ইভেন্টটি একাধিক প্ল্যাটফর্মে লাইভ-স্ট্রিম করা হবে। দর্শকদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য, কোম্পানি ঘোষণা করেছে যে এজিএম মেটাভার্সেও অ্যাক্সেসযোগ্য হবে, একটি লিঙ্ক আলাদাভাবে এর জন্য শেয়ার করা হবে।

আরও পড়ুন: Jio নিয়ে আসছে নতুন অফার, ব্যবহারকারীরা পাবেন এই বিশেষ সুবিধা

AI গ্রহণকে স্ট্রিমলাইন করতে, Jio টুলস এবং প্ল্যাটফর্মগুলির একটি বিস্তৃত স্যুট তৈরি করছে যা সমগ্র AI জীবনচক্রকে বিস্তৃত করে৷ আমরা একে জিও ব্রেইন বলি। জিওর সৌজন্যে ভারত এখন বিশ্বের বৃহত্তম ডেটা বাজারে পরিণত হয়েছে। আজ, জিওর নেটওয়ার্ক বিশ্বব্যাপী মোবাইল ট্র্যাফিকের প্রায় 8% বহন করে। উন্নত বাজারগুলি সহ বড় বৈশ্বিক অপারেটরগুলিকেও ছাড়িয়ে গিয়েছে তা৷ এআমরা সর্বোচ্চ পরিষেবার মান বজায় রেখে বিশ্ব মঞ্চে নতুন মানদণ্ড স্থাপন করেছি। আট বছরে, জিও বিশ্বের বৃহত্তম মোবাইল ডেটা কোম্পানিতে পরিণত হয়েছে, বলেছেন মুকেশ আম্বানি। রইল জিও এবং অন্য প্রসঙ্গে তাঁর বক্তব্য-

– Jio Brain আমাদের Jio পরিসরে AI গ্রহণকে ত্বরান্বিত করতে, দ্রুত সিদ্ধান্ত নেওয়া, আরও সঠিক ভবিষ্যদ্বাণী এবং গ্রাহকের চাহিদা সম্পর্কে আরও ভাল বোঝার জন্য সক্ষম করে তুলেছে। আমরা অন্যান্য রিলায়েন্স অপারেটিং কোম্পানিগুলির মধ্যে একই রকম রূপান্তর চালানোর জন্য এবং তাদের AI যাত্রা দ্রুত-ট্র্যাক করার জন্য Jio Brain ব্যবহার করা শুরু করছি।

আরও পড়ুন: আগামী ২০-৩০ বছর পর কত টাকা থাকলে আরামে জীবন কাটাতে পারবেন ? বুঝে নিন হিসেব

– আমরা মাত্র ১০০ দিনের মধ্যে পরবর্তী ১ মিলিয়ন এয়ার ফাইবার গ্রাহক অর্জন করেছি। আমরা এখন প্রতি ৩০ দিনে এক মিলিয়ন বাড়ি যুক্ত করার জন্য নিজেদের চ্যালেঞ্জ করছি। এই গতির সঙ্গে আমরা রেকর্ড গতিতে ১০০ মিলিয়ন হোম ব্রডব্যান্ড গ্রাহকদের লক্ষ্যে পৌঁছাতে আত্মবিশ্বাসী। আমরা ২০ মিলিয়নেরও বেশি ছোট এবং মাঝারি ব্যবসায় চোখ রাখছি, আজকের ডিজিটাল যুগে তাদের সংযুক্ত করার জন্য।

– আমি আপনাদের জানাতে গর্বিত বোধ করছি যে গত বছর রিলায়েন্স ২,৫৫৫টির বেশি পেটেন্ট দাখিল করেছে, প্রধানত জৈব-শক্তি উদ্ভাবন, সৌর এবং অন্যান্য সবুজ শক্তির উৎস এবং উচ্চ-মূল্যের রাসায়নিকের ক্ষেত্রে তা করা হয়েছে।

– জিও একটি সত্যিকারের গভীর-প্রযুক্তি উদ্ভাবক হিসাবে দাঁড়িয়েছে। আমাদের সাফল্যের মূলে রয়েছে আমাদের সম্পূর্ণ স্বদেশি 5G স্ট্যাক, যা জিওর প্রতিভাবান ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি করা হয়েছে। ভারতের অনন্য চাহিদার জন্য তৈরি এই এন্ড-টু-এন্ড সমাধানটি জাতীয় পর্যায়ে নিজেকে প্রমাণ করেছে।

– আমরা আমাদের গ্রাহকদের জন্য সর্বদা অধিকতর মূল্য উৎপন্ন করতে প্রতিটি একক ব্যবসায় উদ্ভাবনী প্রযুক্তি এম্বেড করছি।

– আমাদের প্রতিভাবান ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীরা আমাদের পণ্য এবং পরিষেবার অফারগুলিকে উন্নত করতে অভ্যন্তরীণ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উদ্ভাবন উদ্ভাবন করছেন।

– আমরা সমস্ত রিলায়েন্স ব্যবসার জন্য একটি এআই-নেটিভ ডিজিটাল পরিকাঠামো তৈরি করেছি, এবং আমাদের সফ্টওয়্যার স্ট্যাক তৈরি করেছি, এন্ড-টু-এন্ড ওয়ার্কফ্লো এবং রিয়েল-টাইম ড্যাশবোর্ডগুলিকে একীভূত করে৷

– রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড অদূর ভবিষ্যতে শীর্ষ ৩০টি বৈশ্বিক কোম্পানিতে একটি স্থান অর্জন করবে।

এক ঝলকে সংস্থার আর্থিক খতিয়ান

– অর্থবর্ষ ২৪-এ ১০,০০১২২ কোটি টার্নওভার, বার্ষিক আয়ে ১০ লক্ষ কোটি অতিক্রম করে এই নিরিখে ভারতের প্রথম কোম্পানি হয়ে উঠেছে।
– EBITDA ১,৭৮,৬৭৭ কোটি, যেখানে নিট লাভ ৭৯,০২০ কোটি।
– রফতানি ২,৯৯.৮৩২ কোটি), যা ভারতের মোট পণ্য রফতানির ৮.২%।
– সংস্থা গত তিন বছরে ৫.২৮ লক্ষ কোটির বেশি বিনিয়োগ করেছে।
– ২০২৩-২৪ অর্থবছরে বিভিন্ন ট্যাক্স এবং শুল্কের মাধ্যমে ১,৮৬.৪৪০ কোটি অবদান রেখে কোম্পানি জাতীয় কোষাগারে একক বৃহত্তম অবদানকারী রূপে পরিণত হয়েছে। গত তিন বছরে,
কোষাগারে কোম্পানির অবদান ৫.৫ লক্ষ কোটি অতিক্রম করেছে, যে কোনও ভারতীয় কর্পোরেটের দ্বারা সর্বোচ্চ।
– সংস্থার বার্ষিক CSR ব্যয় ১,৫৯২ কোটি ২৫% বৃদ্ধির সঙ্গে তার সামাজিক প্রভাবকেও প্রসারিত করেছে। এর সঙ্গে, গত তিন বছরে রিলায়েন্সের মোট CSR ব্যয় ৪,০০০ কোটি অতিক্রম করেছে, যা সমস্ত ভারতীয় কর্পোরেটদের মধ্যে সবচেয়ে বড়।
– এটি গত বছর ১.৭ লক্ষেরও বেশি নতুন চাকরির সুযোগ করে দিয়েছে। যদি ঐতিহ্যগত এবং নতুন উভয় ধরনের কর্মসংস্থানের মডেলকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে সংস্থার প্রধান সংখ্যা আজ প্রায় ৬.৫ লাখ।

Reliance AGM 2024: Jio নিয়ে আসছে নতুন অফার, ব্যবহারকারীরা পাবেন এই বিশেষ সুবিধা

বৃহস্পতিবার অর্থাৎ ২৯ অগাস্ট ২০২৪ তারিখে শুরু হয়ে গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৭-তম অ্যানুয়াল জেনারেল মিটিং (এজিএম)। এদিন শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে একাধিক ঘোষণা করেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এদিনের এজিএমে জিও ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা করেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার মুকেশ আম্বানি ৷
বৃহস্পতিবার অর্থাৎ ২৯ অগাস্ট ২০২৪ তারিখে শুরু হয়ে গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৭-তম অ্যানুয়াল জেনারেল মিটিং (এজিএম)। এদিন শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে একাধিক ঘোষণা করেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এদিনের এজিএমে জিও ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা করেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার মুকেশ আম্বানি ৷
এবার থেকে ১০০ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ পাবেন জিও ব্যবহারকারীরা ৷ নতুন এই অফার দীপাবলির সময় লঞ্চ করা হবে ৷
এবার থেকে ১০০ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ পাবেন জিও ব্যবহারকারীরা ৷ নতুন এই অফার দীপাবলির সময় লঞ্চ করা হবে ৷
২০২৩ অক্টোবরে লঞ্চ হয়েছিল Jio Air Fibre ৷ প্রথম ছ’মাসেই গ্রাহক সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১ মিলিয়ন ৷ আরও ১ মিলিয়ন গ্রাহক সংখ্যা বেড়ে যায় মাত্র ১০০ দিনে ৷ এদিন মুকেশ আম্বানি জানান, তাঁদের লক্ষ্যে হচ্ছে প্রতি ৩০ দিনে ১ মিলিয়ম গ্রাহক সংখ্যা যোগ করা ৷
২০২৩ অক্টোবরে লঞ্চ হয়েছিল Jio Air Fibre ৷ প্রথম ছ’মাসেই গ্রাহক সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১ মিলিয়ন ৷ আরও ১ মিলিয়ন গ্রাহক সংখ্যা বেড়ে যায় মাত্র ১০০ দিনে ৷ এদিন মুকেশ আম্বানি জানান, তাঁদের লক্ষ্যে হচ্ছে প্রতি ৩০ দিনে ১ মিলিয়ম গ্রাহক সংখ্যা যোগ করা ৷
গত বছর অপারেটিং এবং ফিন্যান্সিয়াল পারফরম্যান্সে নতুন মাইল ফলক ছুঁয়েছে জিও ৷ নেট প্রফিটের হিসেবে দেশের প্রথম ১২টি সংস্থার মধ্যে জায়গা করে নিয়েছে জিও ৷
গত বছর অপারেটিং এবং ফিন্যান্সিয়াল পারফরম্যান্সে নতুন মাইল ফলক ছুঁয়েছে জিও ৷ নেট প্রফিটের হিসেবে দেশের প্রথম ১২টি সংস্থার মধ্যে জায়গা করে নিয়েছে জিও ৷
মাত্র ৮ বছরে পৃথিবীর বৃহত্তম মোবাইল নেটওয়ার্কিং সংস্থা হয়ে উঠেছে জিও ৷ প্রত্যেক জিও ব্যবহারকারী প্রতি মাসে প্রায় ৩০ জিবি ডেটা ব্যবহার করে থাকেন ৷
মাত্র ৮ বছরে পৃথিবীর বৃহত্তম মোবাইল নেটওয়ার্কিং সংস্থা হয়ে উঠেছে জিও ৷ প্রত্যেক জিও ব্যবহারকারী প্রতি মাসে প্রায় ৩০ জিবি ডেটা ব্যবহার করে থাকেন ৷

Reliance Jio: নেট মুনাফা বৃদ্ধি পেয়ে হল ৫৪৪৫ কোটি টাকা, জিও-র অগ্রগতি অব্যাহত

মুম্বই: এপ্রিল-জুন ত্রৈমাসিকে নেট মুনাফা ১২ শতাংশ বৃদ্ধি হল রিলায়েন্স জিও ইনফোকমের৷ সংস্থার নেট মুনাফা দাঁড়িয়েছে ৫৪৪৫ কোটি৷ গত আর্থিক বছরে ওই একই সময়ে রিলায়েন্স জিও-র মুনাফা ছিল ৪৮৬৩ কোটি টাকা৷

এপ্রিল-জুন ত্রৈমাসিকে সংস্থার রাজস্ব প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৬,৪৭৮ কোটি টাকা৷ গত বছর একই ত্রৈমাসিকে সংস্থার আয় ছিল ২৪,০৪২ কোটি টাকা৷

আরও পড়ুন: ২৩ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ, কখন কোথায় লাইভ দেখবেন, কী প্রত্যাশা রয়েছে, দেখে নিন সবকিছু

প্রথম ত্রৈমাসিকের এই ফলাফল সংস্থার অডিট কমিটি রিভিউ করার পাশাপাশি সংস্থার পরিচালন পর্ষদও অনুমোদন করেছে৷ ইতিমধ্যেই ৫জি পরিষেবা শুরু করেছে রিলায়েন্স জিও৷ আগামী দিনে সেই পরিষেবাকে আরও প্রসারিত করার উপরে জোর দিচ্ছে সংস্থা৷

সাধারণ মানুষকে সাধ্যের মধ্যে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০১৬ সালে পথচলা শুরু করেছিল রিলায়েন্স জিও৷ বর্তমানে দেশের সবথেকে বৃহৎ টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা হয়ে উঠেছে জিও৷ একটি দেশে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা হয়ে উঠেছে জিও৷

IMC 2021: ৫জি পরিষেবাকে জাতীয় অগ্রাধিকার দেওয়া হোক, ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে বললেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি

#মুম্বই: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (Reliance Industries Limited) চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি (Mukesh Ambani) জানিয়েছেন যে, বর্তমানে ভারতের জাতীয় গুরুত্ব হল ৫জি (5G Technology) পরিষেবা চালু করা। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস, ২০২১-এ (India Mobile Congress) এই কথা জানিয়েছেন মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি জানিয়েছেন যে, ভারতের সর্বত্র ৫জি পরিষেবা ছড়িয়ে দেওয়াই এখন একমাত্র লক্ষ্য হোক। ভারতে ২জি পরিষেবা থেকে শুরু করে ৪জি নেটওয়ার্কের যে বিপ্লব ঘটেছে, সেই ইন্টারনেট বিপ্লব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা হচ্ছে ৫জি নেটওয়ার্ক। এই ৫জি বিপ্লব নিয়ে আসার জন্য তাঁরা কাজ করে চলেছেন।

মুকেশ আম্বানি ইন্ডিয়া মোবাইল কংগ্রেস, ২০২১-এ (IMC 2021) জানিয়েছেন, “পরবর্তী নতুন দশকের উন্নত কানেকটিভিটির জন্য নিয়ে আসা হচ্ছে ৫জি নেটওয়ার্ক পরিষেবা। এটাই এখন ভারতের জাতীয় গুরুত্ব। এখন আমাদের জিও (Jio) কোম্পানির প্রধান লক্ষ্য হল ৪জি এবং ৫জি নেটওয়ার্ক পরিষেবার ওপর গুরুত্ব দেওয়া এবং তা দেশের প্রতিটি কোণে ছড়িয়ে দেওয়া। এছাড়াও আমাদের লক্ষ্য ব্রডব্যান্ড পরিষেবার উন্নতি করে তা সকলের কাছে পৌঁছে দেওয়া। আমরা ৫জি পরিষেবা দ্রুত নিয়ে আসার জন্য কাজ করে চলেছি। এই ৫জি নেটওয়ার্ক হতে চলেছে সম্পূর্ণরূপে ক্লাউড ন্যাটিভ এবং ডিজিটালি ম্যানেজড।”

আরও পড়ুন-EPFO: চাকরিজীবীদের জন্য সুখবর, ২২.৫৫ কোটি জনতার পিএফ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হল, চেক করুন ব্যালেন্স

মুকেশ আম্বানি ইন্ডিয়া মোবাইল কংগ্রেস, ২০২১-এ জানিয়েছেন, “রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রিলায়েন্স জিওর (Reliance Jio) মাধ্যমে ভারতে যে ইন্টারনেট বিপ্লবের সূচনা করেছিল, সেই ইন্টারনেট বিপ্লবের নতুন রাস্তা হিসাবে সূচনা করা হবে ৫জি নেটওয়ার্কের। ৫জি নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে সেটি ব্যবহার করার জন্য নিয়ে আসতে হবে উন্নত ডিভাইজ এবং অ্যাপ্লিকেশন। ভারতের ইউজারদের যেন ৫জি নেটওয়ার্ক পরিষেবা ব্যবহার কোর্টে কোনও অসুবিধা না হয় সেই উদ্দেশ্যেই জিও কাজ করে চলেছে। ৫জি নেটওয়ার্ক পরিষেবার মাধ্যমে সকল ইউজারকে উন্নত এবং দ্রুত ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ৫জি নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে ভারতের সর্বত্র ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়াও আমাদের লক্ষ্য। এর জন্য পুরো দেশ জুড়ে ফাইবার ছড়িয়ে দেওয়ার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। আমাদের লক্ষ্য হল উন্নততর ডিজিটাল পরিষেবা প্রদান।”

আরও পড়ুন- ফিক্সড ডিপোজিটে বেড়েছে সুদের হার; কোন ব্যাঙ্কে বিনিয়োগ করলে পাওয়া যাবে বেশি রিটার্ন?

ভারতে ২জি নেটওয়ার্ক পরিষেবা থেকে ৪জি নেটওয়ার্ক পরিষেবা পর্যন্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিওর মাধ্যমে ভারতে সূচনা হয়েছে এক ডিজিটাল বিপ্লবের। ভারতের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে সস্তায় ইন্টারনেট পরিষেবা। এখন ভারতের প্রতিটি কোণে ৫জি নেটওয়ার্ক পরিষেবা পৌঁছে দেওয়াই তাঁদের একমাত্র লক্ষ্য। ‘আ মিশন মোড’-এর (A Mission Mode) অধীনে ৫জি নেটওয়ার্কের কানেকটিভিটির জন্য পুরো ভারত জুড়ে ফাইবার কানেকটিভিটির কাজও প্রায় শেষ বলে জানা গিয়েছে।

Reliance Jio: ৫ বছরেই ভারতের বাজারে স্টারের তকমা; TRAI-এর স্বীকৃতিতেও সেরা রিলায়েন্স জিও !

#কলকাতা: ৫ বছর পূর্ণ রিলায়েন্স জিও-র (Reliance Jio)। এই বিষয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়ার পেজে পোস্ট করেছে সংস্থাটি। দেশের মোবাইল যোগাযোগ ব্য়বস্থায় এক আমূল পরিবর্তন এনেছে সংস্থাটি।

৫ বছর আগে শুরু হওয়া সংস্থাটির বর্তমানে গ্রাহক কয়েক কোটি ছাড়িয়েছে। শুরুর দিকে সম্পূর্ণ বিনা পয়সায় ইন্টারনেট ও ফোন করার সুবিধা পেতেন গ্রাহকরা। বর্তমানে অবশ্য় বিভিন্ন পরিষেবা নেওয়া জন্য় পরিমাণ মতো অর্থ নেয় সংস্থা। শুধু ফোনে কথা বলা নয়, মোবাইল ইন্টারনেট ব্য়বহার এবং ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রেও এক অভূতপূর্ব পরিবর্তন এনেছে জিও। দেশের প্রায় প্রতিটি কোনায় কোনায় পৌঁছে গেছে জিও ফাইবার (Jio Fiber)। যা দিয়ে অত্যন্ত দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা পাচ্ছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন– আজ কোথায় কত যাচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম ? দেখে নিন

২০১৬ সাল থেকে যাত্রা শুরু হয় জিওর ৷ মোবাইল এবং ব্রডব্যান্ড সবমিলিয়েই ভারতে ইন্টারনেট জগতে বৃদ্ধি হয়েছে ৩১২ শতাংশ ৷  ইন্টারনেটের খরচও কমে গিয়েছে ৯৩ শতাংশের বেশি ৷ একসময় ১৬০ টাকা প্রতি জিবি থেকে সেই খরচ এসে দাঁড়িয়েছে ১০.৭৭ টাকা প্রতি জিবি ৷ মাসেও সবমিলিয়ে ডেটার ব্যবহার বেড়েছে ১৩০৩ শতাংশ ৷

৫ বছর উপলক্ষ্যে একটি ট্যুইট করেছে সংস্থাটি। যেখানে ব্যবহারকারীদের ধন্য়বাদ জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি অন্য় বেশ কয়েকটি প্রযুক্তি সংস্থা Jio-কে ধন্যবাদ জানিয়েছে। মূলত ভারতে মোবাইল ফোন পরিষেবার ক্ষেত্রে যে প্রভূত বিপ্লব ঘটিয়েছে Jio, সেই কারণেই ধন্যবাদ জানিয়েছে তারা। ২০১৬ সাল থেকে শুরু হওয়া Jio প্রথম থেকেই নিজেকে এক নম্বর স্থানে ধরে রেখেছে। চলতি বছরের জুন মাসে TRAI (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া) যে তথ্য প্রকাশ করেছে. তাতে দেখা গেছে ব্রডব্যান্ড পরিষেবা ও মোবাইল পরিষেবার ক্ষেত্রে দেশের সবথেকে বেশি ব্যবহারকারী বা ইউজার রয়েছে Jio-র।

শুধু এখানেই শেষ নয়। Twitter-এ একটি ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি। যেখানে ১৯৯৫ থেকে মোবাইল পরিষেবা কেমন ছিল এবং ২০১৬ সালে Jio আসার পর মোবাইল পরিষেবায় কতটা উন্নতি হয়েছে তা দেখানো হয়েছে। অত্য়ন্ত কম দামে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দিয়েছে Jio। ইতিমধ্যেই তাদের তরফে ঘোষণা করা হয়েছে বিনামূল্যে ২জি পরিষেবা। যা সংস্থাকে আরও এগিয়ে দিতে সমর্থ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। Google-এর তরফেও Jio-কে শুভেচ্ছা জানানো হয়েছে। Jio-র করা ট্যুইটের নিচে Google-এর তরফে একটি পোস্ট করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, “ওকে Google, হ্য়াপি বার্থ ডে গান করো” (Ok Google, sing happy birthday)। Xiaomi-র তরফেও শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি Netflix-এর তরফে বলা হয়েছে, Jio একটি তারা (Star)। খুব শীঘ্রই ৫জি পরিষেবা আনতে চলেছে Jio। পাশাপাশি নতুন Jio ফোন লঞ্চ করবে সংস্থাটি।