পাট শিল্প

New Jute Rate: পাটের ব্যাগের জন্য নতুন মূল্য নির্ধারণ! কেন্দ্রের ঘোষণায় খুশির হাওয়া চটকলে

দক্ষিণ দিনাজপুর: জেলায় ধুঁকতে থাকা জুটমিল গুলি এবার নতুন করে আশার আলো দেখছে। ইতিমধ্যেই কেন্দ্র সরকার পাট শিল্পকে বিশেষ নজর দিতে উদ্যোগী হয়েছে। প্লাস্টিক বর্জন করতে ও পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহারের উপর বিশেষ জোর দিয়েছে কেন্দ্র। এর জন্য মন্ত্রিসভা বিশেষ অনুমোদন করেছে। এবং পাটের ব্যাগের জন্য নতুন মূল্য নির্ধারণ করেছে।

কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকেই সাধুবাদ জানিয়েছে বেঙ্গল জুট মিলস অ্যাসোসিয়েশন। ইতিমধ্যেই পাটের ব্যাগসহ অন্যান্য কাজের বরাত পেতে শুরু করেছে জুট মিল মালিকরা। কেন্দ্র সরকারের নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জুটমিল মালিকরা। তাই বলাই বাহুল্য পুজোর আগে পুরুষদের পাশাপাশি মহিলাদের কর্ম সংস্থান হওয়াতে খুশি জেলাবাসী।

আরও পড়ুন: মাছের এই অংশ বিক্রি করেই হতে পারেন লাখপতি! সবটা জানলে চমকে ‌যাবেন

দক্ষিণ দিনাজপুর জেলায় জুটমিল গুলি পুরোদমে চালু হওয়ার ফলে বহু কর্মী এখানে কর্মসংস্থান পেয়েছে। ইতিমধ্যেই পাটের ব্যাগ সহ অন্যান্য কাজের বরাত পেতে শুরু করেছে জুট মিল মালিকরা। এক বিবৃতিতে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্যের প্রায় কয়েক লক্ষ জুটমিল শ্রমিক ও কয়েক লক্ষ পাটচাষি ব্যাপকভাবে উপকৃত হবেন। এমনকি এর ফলে পাটের বস্তার প্রতি টনে দাম কয়েক হাজার টাকা মত বাড়বে বলে জানা গেছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী