আরজি কর ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে শীর্ষ আদালতে কেন্দ্র

Centre moves Supreme Court: আরজি করে CISF বাহিনীর সঙ্গে পদে পদে অসহযোগিতার অভিযোগ! সুপ্রিম কোর্টে কেন্দ্র

নয়াদিল্লি: আরজি কর ইস্যুতে এবার রাজ্যের বিরুদ্ধে শীর্ষ আদালতে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে জানানো হয়েছে আরজি কর হাসপাতালে মোতায়েন থাকা CISF বাহিনীর সঙ্গে অসহযোগিতার অভিযোগে এবার রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র। কাজ করতে গিয়ে তাদের পদে পদে বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ কেন্দ্রর। সেইসঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে সিআইএসএফ বাহিনীকে যথাযথ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। এই মর্মেই আজ, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

আরও পড়ুন: স্ত্রীর টিকিটে বিধায়কের সঙ্গে মহিলা ‘কে’? TTE হাতেনাতে ধরতেই যা করে বসলেন…! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও, দেখুন

প্রসঙ্গত, গত ২০ অগাস্ট আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে এই সরকারি মেডিক্যাল কলেজে নিরাপত্তার জন্য সিআইএসএফ কর্মীদের মোতায়েনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই ২৩ অগাস্ট থেকে আরজি করের নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নেয় কেন্দ্রীয় বাহিনী। কিন্তু, অভিযোগ, আরজি করে কাজ করতে গিয়ে তাদের পদে পদে বাধার মুখে পড়তে হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সিআইএসএফ বাহিনীকে যথাযথ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

আরও পড়ুন: নিম্নচাপের হুঁশিয়ারি…! আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বিরাট রদবদল দক্ষিণবঙ্গে! ভিজবে কলকাতা? গণেশ চতুর্থীতে কী হবে? জানিয়ে দিল আলিপুর

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মোতায়েন থাকা কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনীকে (সিআইএসএফ) প্রয়োজনীয় পণ্য সরবরাহে ‘অসহযোগিতা’ করার অভিযোগ দায়ের করেছে এই রাজ্য সরকারের বিরুদ্ধে। এই আবেদনে, মন্ত্রক অভিযোগ করেছে, রাজ্য সরকার মেটাল ডিটেক্টরের মতো পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করেনি বা হাসপাতালে মোতায়েন সিআইএসএফ সদস্যদের জন্য পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা করেনি। শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে এই ধরণের অসহোযোগিতাকে “অমার্জনীয়” বলে অভিহিত করেছে কেন্দ্র।