উদ্ধার হওয়া কচ্ছপ 

Bangla Video: এবার সীমান্তে উদ্ধার বিপুল পরিমাণে বিরল প্রাজাতির কচ্ছপ

উত্তর ২৪ পরগণা: বাংলাদেশে পাচারের আগে সীমান্তে উদ্ধার বিপুল পরিমাণে বিরল প্রাজাতির কচ্ছপ। বাংলাদেশে পাচারের আগে ১৯৫ টি বিরল প্রজাতির কচ্ছপ সহ পাচারকারীকে পাকড়াও করল ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর জওয়ানরা।

ভারত বাংলাদেশ সীমান্তে বড় সাফল্য বিএসএফের। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত বাংলাদেশ তারালি সীমান্তের ঘটনা। এদিন তারালি সীমান্তে টহল দিচ্ছিল সীমান্ত রক্ষা বাহিনীর ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা।

আরও পড়ুন: মহিলাদের কথা ভেবে এবার অভিনব উদ্যোগ গ্রামবাসীদের

সে সময় তারালী গ্রামের বছর ২৪ এর বাসিন্দা আল মাসুদ একটি বস্তায় ১৯৫ টি বিরল প্রজাতির কচ্ছপ নিয়ে যাচ্ছিল। সেই সময় বিএসএফ এর জওয়ানরা তাকে হাতেনাতে পাকড়াও করে। বিএসএফ জওয়ানরা পাকড়াও করলে জানতে পারে, ১৯৫ টি বিরল প্রজাতির কচ্ছপ সে বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ওই ব্যক্তিকে আটক করে স্বরুপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। তাকে এদিনই বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। অন্যদিকে উদ্ধার হওয়া কচ্ছপ গুলি বনদফতরের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

জুলফিকার মোল্যা