Chaiti Chhath Puja: চৈত্র ছট পুজো পালন জলপাইগুড়িতে! করলা নদীর তীরে ভক্তের ঢল

জলপাইগুড়ি: চৈত্রের শেষে শুরুতে ছট পুজো! শুনে অবাক হয়ে যেতে পারেন। কিন্তু দীর্ঘদিনের প্রথা মেনেই আয়োজিত হল চৈত্র ছট। সেই উপলক্ষে জলপাইগুড়ি শহরের কিং সাহেব ঘাটে করলা নদীর তীরে ছট পুজো করার দৃশ্য দেখা গেল।

হিন্দিভাষী সম্প্রদায়ের কাছে ছট একটি গুরুত্বপূর্ণ ব্রত ও উৎসব। আর এই চৈত্র ছট পুজোকে কেন্দ্র করে সাত দিন তাঁরা পুজো সহ উপবাস পালন করেন। তারপর শুরু হয় ছট পুজো। এই ছট পুজোকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরের করলা নদীর ধারে বহু ভক্তের সমাগম হয়। চৈত্র মাসে এই পুজো হয় বলে এর নাম চৈত্র ছট। যদিও কালীপুজোর পর যে ছট পুজো হয় সেই রীতি মেনেই এই ছট পুজো হয়ে থাকে।

আর‌ও পড়ুন: প্রথম দফায় মাথা ব্যাথার নাম কোচবিহার, মোতায়েন ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

লাউ-ভাত, খরনা সহ বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের পর আজ নদীর জলে নেমে ছট ভক্তরা ছট উৎসব পালন করেন। জলপাইগুড়ি শহরের করলা নদীর তীরে কিং সাহেবের ঘাট এলাকায় প্রতি বছরই এই ছট পুজো অনুষ্ঠিত হয় । কালী পুজোর পর যে ছট পুজো হয় তার তুলনায় এই ছট পুজোতে ভক্তদের সংখ্যা অনেকটাই কম দেখা যায়।

সুরজিৎ দে