নবান্ন অভিযান।

Nabanna Abhijan: নবান্ন অভিযানে আসা ৪ ছাত্রকে অপহরণের অভিযোগ! পুলিশ যা বলল মাথা ঘুরে যাবে জানলে…

কলকাতাঃ নবান্ন অভিযানে আসা ৪ ছাত্রকে অপহরন করা হয়েছে, এই মর্মে গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের। অভিযোগ আইনজীবী কৌস্তুভ বাগচির, হাইকোর্টে যাওয়ার সম্ভাবনা। শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি, প্রীতম সরকারকে অপহরণের অভিযোগ।

ছাত্র সমাজের অভিযোগ, মধ্যরাতের পর হাওড়া স্টেশন থেকে ‘নিখোঁজ’ এই ৪ ছাত্র। এই অভিযোগে আদালতের দ্বারস্থ পরিবার। নিখোঁজ চার ছাত্র হলেন শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার।

এমতাবস্থায় নিখোঁজ পড়ুয়াদের পুলিশ আটক করেছে আশঙ্কা ব্যক্ত করে এক্স হ্যান্ডেলে (পূর্বে যা ট্যুইটার ছিল) পোস্ট করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের দৃষ্টিও আকর্ষণ। নিখোঁজ ৪ ছাত্র হাওড়া স্টেশনে পৌঁছন স্বেচ্ছাসেবকদের খাবার বিতরণ করছিল বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। মামলা দায়েয়ের অনুমতি দিয়েছেন বিচারপতি ভরদ্বাজ, মঙ্গলবার শুনানি।

আরও পড়ুনঃ পাহাড়ের বুক চিড়ে নামছে ঝর্ণা! গরম মোমোর সঙ্গে জমাটি আড্ডা, বর্ষার বিকেলে ঘুরে আসুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চার যাদের মিসিং বলে বলা হচ্ছে তারা মিসিং নয় বরং তাদের গ্রেফতার করা হয়েছে। তারা নাকি নবান্ন অভিযানের চক্রান্তের সঙ্গে যুক্ত। সাধারণ মানুষের নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখেই এই চারজনকে আপাতত অ্যারেস্ট করা হয়েছে। তাদের পরিবারকেও জানানো হয়েছে জানাল রাজ্য পুলিশ।