ছত্তিশগড়ে বাড়ির বিছানায় গোখড়ো সাপ!

Chhattisgarh news: ঘরের বিছানায় ফনা তুলে বসে রয়েছে গোখড়ো, খেয়াল না করলেই…

কোরবা: সাপের উপদ্রবে ঘুম উড়েছে ছত্তিশগড়ের কোরবা জেলা মানুষের। প্রায় প্রতিদিনই সাপের কামড়ে আহত বা নিহতের খবর চলে আসছে সামনে। ফের এমন একটি ঘটনা প্রকাশ্যে৷

বলা ভালো সাক্ষাৎ মৃত্যু অপেক্ষা করছিল বাড়ির বিছানায়৷ সময়মতো পরিবারের সদস্যরা সাপটি দেখে ফেলে৷ তাই এড়ানো যায় বড় দুর্ঘটনা৷ ঘটনাটি কোরবা জেলার চার নম্বর ওয়ার্ডের কোহাদিয়ার। এক বাড়িতে পরিবারের সদস্যরা কপাল জোরে বেঁচে যায় বলা ভালো৷ রাতের খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার সময় হঠাৎ তাঁদের চোখ পড়ে ভয়ঙ্কর এক ছবি৷ বিছানার উপর কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে একটি গোখড়ো৷ আতঙ্কে সেই পরিবারের বেশ কয়েকজন সদস্য তখনই জ্ঞান হারিয়ে ফেলেন৷ গোখড়ো দেখে ঘর ছেড়ে পালায় সবাই৷ তাদের চিৎকারে বাড়ির চারপাশে লোকজন ভিড় করতে থাকে৷

আরও পড়ুন : চা ভালোবাসেন? ঝাড়খণ্ডের এই দোকানে রোজ বিক্রি হচ্ছে ১ কুইন্টাল দুধের চা, একবার খেলে প্রেমে পড়ে যাবেন আপনিও

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোখড়ো সাপটি ফনা তুলে বসেছিল বিছানার উপর৷ পাড়ার কয়েকজন এরপর ঘরে ঢুকে সাপটিকে উদ্ধার করে এবং সেটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়৷ এরপরই স্বস্তি ফেরে ওই পরিবারের সদস্যদের মধ্যে৷

তবে এমন আতঙ্ক সহজে যাওয়ার নয়৷ এই পরিবারের ক্ষেত্রেও সেটা হয়নি৷ তাদের মুখে একটা কথা ঘুরছিল, রাতে সাপটিকে না দেখতে পেলে কী হত!

আরও পড়ুন : বিদেশে চাকরির টোপ, ফাঁদে পা দিতেই ২৫ হাজার টাকায় বিক্রি সাত যুবক, তারপর?

ঘরের বিছানায় গোখড়ো সাপ ফনা তুলে বসে আছে খবর পেতেই RCRS (কোরবা রেপটাইল কেয়ার অ্যান্ড রেসকিউয়ার সোসাইটি) টিম কাজে নামে৷ সাপটিকে উদ্ধার করতে ছুটে যায় এই সংস্থার সদস্যরা। তাদেরই একজনের কাছ থেকে জানা যায় সাপটি সম্পর্কে৷ এই প্রজাতির সাপের নাম ইন্ডিয়ান স্পেক্টেকল কোবরা। যা ভীষণ বিষাক্ত। এক কামড়েই অক্কা পেতে পারেন যে কেউ৷

RCRS-এর সেই সদস্য জানিয়েছেন, সাপে কামড়ানোর পরে যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্টি-ভেনম প্রয়োগ করতে হবে৷ এর একটি ডোজই সাপের কামড় থেকে মানুষের জীবন বাঁচাতে পারে। তাই যখনই সাপে কাটার ঘটনা ঘটবে, আতঙ্কিত না হয়ে দ্রুত বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করান।