গোবর্ধনপুরের সমুদ্র সৈকত 

Offbeat Destination in Kolkata: নামমাত্র খরচ, কলকাতার কাছেই রয়েছে নির্জনতার সেরা ঠিকানা, পুজোর ছুটিতে ঢুঁ মারুন ‘এই’ সমুদ্র-সৈকতে

এই পুজোয় ঘুরে আসুন গোবর্ধনপুরের নির্জন সমুদ্র সৈকত থেকে। যাদের ভিড় পছন্দ নয় তাদের জন্য এই সৈকত একেবারে পারফেক্ট ডেস্টিনেশন।
এই পুজোয় ঘুরে আসুন গোবর্ধনপুরের নির্জন সমুদ্র সৈকত থেকে। যাদের ভিড় পছন্দ নয় তাদের জন্য এই সৈকত একেবারে পারফেক্ট ডেস্টিনেশন।
পরের পুজোয় হয়ত আপনি আর এই নির্জনতা পাবেন না। তখন গোবর্ধনপুরের সঙ্গে স্থলভাগের রোরো সার্ভিস চালু হবে। তখন অনেকেই যাবে এখানে।
পরের পুজোয় হয়ত আপনি আর এই নির্জনতা পাবেন না। তখন গোবর্ধনপুরের সঙ্গে স্থলভাগের রোরো সার্ভিস চালু হবে। তখন অনেকেই যাবে এখানে।
সেইজন্য শেষবারের মতো নির্জনতা উপভোগ করতে ঘুরে আসুন গোবর্ধনপুর থেকে। এখানে আপনি রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের অতিথিশালা ও একটি হোম-স্টেতেও থাকতে পারেন।
সেইজন্য শেষবারের মতো নির্জনতা উপভোগ করতে ঘুরে আসুন গোবর্ধনপুর থেকে। এখানে আপনি রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের অতিথিশালা ও একটি হোম-স্টেতেও থাকতে পারেন।
এখানে আসলে আপনি দেখতে পাবেন খোলা সমুদ্র সৈকতে সূর্যোদয় অথবা সূর্যাস্ত। গোবর্ধনপুরের সমুদ্র সৈকত প্রায় ১৫ কিলোমিটার লম্বা ও ১০ কিলোমিটার চওড়া।
এখানে আসলে আপনি দেখতে পাবেন খোলা সমুদ্র সৈকতে সূর্যোদয় অথবা সূর্যাস্ত। গোবর্ধনপুরের সমুদ্র সৈকত প্রায় ১৫ কিলোমিটার লম্বা ও ১০ কিলোমিটার চওড়া।
সুন্দরবনের অপরূপ শোভা থেকে শুরু করে সমুদ্র সৈকত সবই পাবেন এখানে। এই দ্বীপের নির্জনতা বেলাভূমিকে পরিণত করছে নৈস্বর্গিক ক্ষেত্রে।
সুন্দরবনের অপরূপ শোভা থেকে শুরু করে সমুদ্র সৈকত সবই পাবেন এখানে। এই দ্বীপের নির্জনতা বেলাভূমিকে পরিণত করছে নৈস্বর্গিক ক্ষেত্রে।
এই বেলাভূমিতে যাওয়ার সময় আপনার চোখে পড়বে গরান, সুন্দরী, হেতালের জঙ্গল। ভাগ‍্য প্রসন্ন থাকলে নদীর চড়ে দেখা মিলবে কুমিরের।
এই বেলাভূমিতে যাওয়ার সময় আপনার চোখে পড়বে গরান, সুন্দরী, হেতালের জঙ্গল। ভাগ‍্য প্রসন্ন থাকলে নদীর চড়ে দেখা মিলবে কুমিরের।