মধ্যাহ্নভোজ সারছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী 

Lok Sabha Election 2024: ভোট প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী! পাথরপ্রতিমায় বাঙালি খাবারেই সারলেন দুপুরের আহার

দক্ষিণ ২৪ পরগনা: এসেছিলেন দলীয় প্রচারে। আর তার ফাঁকেই দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করতে গিয়ে বাঙালি খাবারেই ভরসা রাখলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ঠিক কি মেনু ছিল সেখানে। সেখানে ছিল ভাত, মুগ ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা, কুমড়ো পটলের তরকারি, কাতলা মাছ ভাজা ও কাতলা মাছের ঝাল, বাগদা চিংড়ি, খাসির মাংস, আমের চাটনি, দই ও মিষ্টি। রীতিমত ভুরিভোজ সেরে আবারও প্রচারে নামেন তিনি। বর্তমানে এলাকায় গোটা পরিবার বিজেপি পরিবার হিসাবে পরিচিত। সেই পাড়ুই বাড়িতেই মধ্যাহ্নভোজ সারেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ভুরিভোজের জন্য এলাহী আয়োজন করা হয়।

দলীয় কর্মীর বাড়ি দুপুরের খাবার খেয়ে সেখান থেকে আবারও মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের হয়ে প্রচারে বের হন তিনি। এই প্রচার নিয়ে তিনি জানিয়েছেন, বাংলার বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন। বাংলাল মানুষ পরিবর্তন চাইছে। তবে এভাবে দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারায় খুশি বিজেপি কর্মীরা।

নবাব মল্লিক