চুমাং নদীর পাশে পষটন কেন্দ্র

Chumang River Nest North Bengal: পাহাড় যেতে ভালবাসেন অথচ ‘রিভার নেস্ট’ যাননি? স্বর্গের মতো সুন্দর! সস্তায় ঘুরে আসুন

উত্তরের নতুন আকর্ষনীয় অফবিট ডেস্টিনেশন 'রিভার নেস্ট '। পাহাড়, জঙ্গল, নদী, সব কিছু নিয়েই প্রকৃতি যেন তার সবটুকু উজাড় করে দিয়েছে সেখানে।
উত্তরের নতুন আকর্ষনীয় অফবিট ডেস্টিনেশন ‘রিভার নেস্ট ‘। পাহাড়, জঙ্গল, নদী, সব কিছু নিয়েই প্রকৃতি যেন তার সবটুকু উজাড় করে দিয়েছে সেখানে।
নির্মল, স্নিগ্ধ, ছোট্ট সেই গ্রামে শহুরে কোলাহল, ব্যস্ততায় দম বন্ধ হয়ে আসা মন মিলিয়ে যেতে চায় বারবার। ক'টা দিন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে, চলে আসুন পাহাড়ি এই গ্ৰামে।
নির্মল, স্নিগ্ধ, ছোট্ট সেই গ্রামে শহুরে কোলাহল, ব্যস্ততায় দম বন্ধ হয়ে আসা মন মিলিয়ে যেতে চায় বারবার। ক’টা দিন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে, চলে আসুন পাহাড়ি এই গ্ৰামে।
মালবাজার থেকে এখানকার দূরত্ব মাত্র ৭৫ কিলোমিটার। একদিকে কালিম্পং জেলা, অন্য দিকে প্রতিবেশী দেশ ভুটান। কালিম্পং জেলার একেবারে উত্তরপূর্বে ভুটান সীমান্ত লাগোয়া পাহাড়ি গ্রামের শোভা বহু গুণ বাড়িয়ে দেয় তার আতিথেয়তা।
মালবাজার থেকে এখানকার দূরত্ব মাত্র ৭৫ কিলোমিটার। একদিকে কালিম্পং জেলা, অন্য দিকে প্রতিবেশী দেশ ভুটান। কালিম্পং জেলার একেবারে উত্তরপূর্বে ভুটান সীমান্ত লাগোয়া পাহাড়ি গ্রামের শোভা বহু গুণ বাড়িয়ে দেয় তার আতিথেয়তা।
নিউ মাল জংশন থেকে রিভার নেস্ট পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া(আনুমানিক)৩,৫০০/- টাকা মাত্র। তীব্র গরমেত হাত থেকে বাচঁতে দিন দুয়েক ছুটি নিয়ে ছুট্টে চলে যান রিভার নেস্টে। নদীর পারে পাহাড়ের কোলে ছোট্ট একটি গ্রাম রিভার নেস্ট- সবুজের চাদরে মুড়ে আপনাকে ওয়েলকাম করবে। রিভার নেস্টের চারপাশের মনোরম পরিবেশ, অনেকটা পথ পেরোনোর পর সব ক্লান্তি ধুয়ে মুছে সাফ করে দিতে বাধ্য।
নিউ মাল জংশন থেকে রিভার নেস্ট পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া(আনুমানিক)৩,৫০০/- টাকা মাত্র। তীব্র গরমেত হাত থেকে বাচঁতে দিন দুয়েক ছুটি নিয়ে ছুট্টে চলে যান রিভার নেস্টে। নদীর পারে পাহাড়ের কোলে ছোট্ট একটি গ্রাম রিভার নেস্ট- সবুজের চাদরে মুড়ে আপনাকে ওয়েলকাম করবে। রিভার নেস্টের চারপাশের মনোরম পরিবেশ, অনেকটা পথ পেরোনোর পর সব ক্লান্তি ধুয়ে মুছে সাফ করে দিতে বাধ্য।
ছোটাছুটির জীবন থেকে ক'টা দিন প্রাণ ভরে শ্বাস নেওয়া, সমস্ত হিসেব নিকেশ ভুলে সরলতাকে আঁকড়ে বাঁচার মজাটাই আলাদা।
ছোটাছুটির জীবন থেকে ক’টা দিন প্রাণ ভরে শ্বাস নেওয়া, সমস্ত হিসেব নিকেশ ভুলে সরলতাকে আঁকড়ে বাঁচার মজাটাই আলাদা।
রাতের অন্ধকারে পাহাড়ের নীরবতায় পাহাড়ি গান, গিটারের শব্দে বন ফায়ারেরে সবটুকু উত্তাপ নিংড়ে নেবার চেষ্টা। গেলেই চোখে পড়বে আকাশে ঝিকমিক করছে তারারা, মধ্য গগনে চাঁদ আর আপনি। একা হোক কিংবা প্রিয় মানুষের সঙ্গে প্রকৃতির স্বাদ এভাবে অনুভব করা, যেন সে এক মন মাতানো অনুভূতি।
রাতের অন্ধকারে পাহাড়ের নীরবতায় পাহাড়ি গান, গিটারের শব্দে বন ফায়ারেরে সবটুকু উত্তাপ নিংড়ে নেবার চেষ্টা। গেলেই চোখে পড়বে আকাশে ঝিকমিক করছে তারারা, মধ্য গগনে চাঁদ আর আপনি। একা হোক কিংবা প্রিয় মানুষের সঙ্গে প্রকৃতির স্বাদ এভাবে অনুভব করা, যেন সে এক মন মাতানো অনুভূতি।