ধৃত সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ।

Civic Volunteer Arrested: ফের বিতর্কে সিভিক ভলেন্টিয়ার, তরুণীকে জঙ্গলে নিয়ে কুকীর্তি! দোসর ভিলেজ পুলিশ

স্বরূপনগর, অনুপম সাহা: বেঙ্গালুরু থেকে আসা এক মহিলা ও তার বাবার থেকে জোর করে টাকা হাতানোর অভিযোগ ৪৬ হাজার টাকা নেওয়ার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের স্বরূপদহ গ্রামে।

পুলিশ সূত্রে খবর, জাকির হোসেন শেখ এবং তাঁর মেয়ে নাইদা ফতেমা শেখ বেঙ্গালুরুর বাসিন্দা। সেখান থেকে তাঁরা স্বরূপনগরের সীমান্তবর্তী এলাকা স্বরূপদহ গ্রামে আসেন বাংলাদেশে যাওয়ার জন্য। সেই সময় তাদেরকে ধরে এই ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার।

আরও পড়ুন: কিছু কিছু টয়লেটের বাইরে লেখা থাকে WC… জানেন এই WC-এর অর্থ কি?

অভিযুক্ত ভিলেজ পুলিশের নাম মোহিত সর্দার ও সিভিক ভলেন্টিয়ারের নাম জসিমুদ্দিন সর্দার। অভিযোগ, তাঁরা মহিলাটিকে এবং তাঁর বাবাকে ধরে একটি নির্জন জায়গায় নিয়ে যান এবং সেখানে মহিলাটির শ্লীলতাহানি করা হয়। এখানেই শেষ নয়, তারপর তার কাছে থেকে নগদে এবং ভয় দেখিয়ে অনলাইনে টাকা নেয় বলে অভিযোগ। মোট ৪৬ হাজার টাকা নেয় বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: ইলিশ আসার কথা থাকলেও তেমন ইলিশ আসেইনি বাংলাদেশ থেকে! কতটা পদ্মার ইলিশ ভারতে এল?

এমন ঘটনার পরে ওই মহিলা এবং তার বাবা সর্বস্বান্ত হয়ে কান্নাকাটি করতে থাকেন এবং ঘটনার বিস্তারিত এলাকার যুবককে জানান। সেই যুবকরাই পরে পুলিশের সাথে যোগাযোগ করিয়ে দেন মহিলা ও তাঁর বাবাকে। এরপর মহিলা ও তার বাবার অভিযোগের ভিত্তিতে ওই ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হয়। আজ তাদের বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হবে।