জনসম্মুখে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি যুবকের

Crime News: রক্তারক্তি কাণ্ড! কুপিয়ে খুন সিভিক ভলান্টিয়ারকে, হাড়হিম ঘটনায় আতঙ্ক

মালদহ: পারিবারিক জমি নিয়ে বিবাদের জেরে খুন এক সিভিক ভলান্টিয়ার। লাঠি ও শাবল দিয়ে পিটিয়ে মারার অভিযোগ। অভিযুক্ত মৃতের কাকু ও তার দুই কাকাতো ভাই। মালদহের সামসির ঘটনায় উত্তেজনা। মৃতের নাম রুহুল আমিন (৩৩) ।

পরিবার সূত্রে জানা গিয়েছে , সামসি গ্রামীণ হাসপাতালের পেছনে রুহুল আমিনদের পারিবারিক একটি জমি রয়েছে। সেই জমি নিয়ে কাকা আব্দুল রহমানের সঙ্গে তাঁদের বিবাদ চলছিল । ওই জমিতে আব্দুল রহমানরা এদিন বাড়ির কাজ শুরু করতে যায় । কিন্তু , জায়গার মাপ নিয়ে তৈরি হয় সমস্যা। বাড়তি জমি নেওয়ার অভিযোগ ওঠে কাকার বিরুদ্ধে । রুহুল আমিনরা তা নিয়ে  প্রতিবাদ করেন। এর জেরেই বচসা থেকে বিবাদের সূত্রপাত।

আরও পড়ুন-   শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

অভিযোগ , এরপরেই রুহুল আমিন ও তাঁর পরিবারের ওপর হামলা চালায় কাকা ও কাকাতো ভাইয়েরা। রুহুল আমিনকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে তাঁর কাকু এবং দুই ছেলের বিরুদ্ধে। ঘটনায় আহত  হয়ে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন মৃতের বাবা হাবিবুর রহমান ও মেজো ভাই আলতাব হোসেন। বেলার দিকে তাঁদের দু’জনকেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, এই খুনের ঘটনার পর থেকেই অভিযুক্ত কাকা আব্দুর রহমান এবং তাঁর কোনও দুই ছেলে কাবাতুল্লাহ ও আব্দুল মোমিন পলাতক। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের ঘটনা চাউর হতেই এলাকায় ভিড় করেন পাড়া প্রতিবেশীরা। ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়। কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী হাবিবা খাতুন-সহ পরিবারের লোকজন । অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি ওঠে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । পুলিশ জানিয়েছে , নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে । দোষীরা কেউই রেহাই পাবে না।