মাটির অভাব।

Durga Puja 2024: অমিল হচ্ছে গঙ্গামাটি, পুজোর আগে সমস্যায় প্রতিমা শিল্পীরা

বর্ধমান: আর এক মাস পরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। জোর কদমে বর্ধমানে কুমোর পাড়াগুলিতে প্রতিমা তৈরি কাজ চলছে। তবে এবার প্রতিমা তৈরির অন্যতম উপাদান গঙ্গামাটি পেতে বেশ বেগ পেতে হচ্ছে বলে জানাচ্ছেন প্রতিমা শিল্পীরা। তাঁরা বলছেন, “আগের মতো আর গঙ্গামাটি পাওয়া যাচ্ছে না। অনেক বেশি দাম দিয়ে গঙ্গা মাটি কিনতে হচ্ছে। তার ফলে প্রতিমা তৈরির খরচ অনেক বেড়ে যাচ্ছে। আগামী দিনে এই সমস্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে”।

বর্ধমানের এই প্রতিমা শিল্পীরা অনেক আগে থেকেই কালনার বিভিন্ন ঘাট থেকে গঙ্গামাটি আনিয়ে থাকেন। সেখানে মাটি কেটে নৌকায় ঘাটে আনা হয়। তার পর ট্র্যাক্টরে সেই মাটি এসে পৌঁছয় বর্ধমানে। কিন্তু এবার গঙ্গার মাটি কাটতে দিচ্ছে না প্রশাসন। ভাঙন ঠেকাতেই এই উদ্যোগ নিয়েছে তারা। তার ফলে গঙ্গামাটির আকাল দেখা দিচ্ছে।

আরও পড়ুন: সোমবার থেকে দক্ষিণবঙ্গের বহু জেলায় ভয়ঙ্কর বৃষ্টির পূর্বাভাস! পুজোর আগেই দুশ্চিন্তা

কালনার মালতিপুর মোড় ঘাট সমেত একাধিক ঘাট থেকে গঙ্গা মাটি আসে। শুধু বর্ধমান নয়, দুর্গাপুর,আসানসোল, আরামবাগ, বাঁকুড়ার অনেক জায়গার প্রতিমা শিল্পীরাই এই মাটির ওপর নির্ভরশীল। কিন্তু  পুলিশ-প্রশাসনের কড়াকড়ির ফলে দেদার মাটি কাটা বন্ধ। তার ফলেই সমস্যায় পড়েছেন প্রতিমা শিল্পীরা।

আরও পড়ুন: ১০০০ টাকা নিয়ে এই দেশে গেলেই হবে ৩ লাখ, সস্তায় ছবির মতো সুন্দর বিদেশ ঘুরতে যাবেন নাকি?

প্রতিমা শিল্পীরা বলছেন,গত কয়েক দশক ধরে কালনার মালতিপুর মোড় ঘাট থেকে আমাদের এখানে গঙ্গামাটি আসে। কিন্তু এখন আর মাটি কেটে ট্র্যাক্টরে তা আনা যাচ্ছে না। পুলিশ ও ব্লক প্রশাসন খুবই কড়াকড়ি করছে। মাটি না আসায় কাজে সমস্যা হচ্ছে। অনেক বেশি দাম দিয়ে গঙ্গা মাটি কিনতে হচ্ছে। যত দিন যাবে এই সমস্যা বাড়বে বলেই আশংকা করছি আমরা।

প্রতিমা শিল্পীরা বলছেন, গঙ্গামাটির মতো দাম বেড়েছে সব সামগ্রীর। বাঁশ, দড়ি, কাঠ, রঙ, সাজ সবেরই দাম বাড়ছে। সেই সঙ্গে রয়েছে শ্রমিকদের মজুরি। অথচ সেভাবে প্রতিমার দাম বাড়াতে চান না পুজোর উদ্যোক্তারা। রাজ্য সরকার প্রতি বছর পুজো কমিটিগুলির অনুদান বাড়াচ্ছে, তাই পুজো উদ্যোক্তাদেরও প্রতিমা শিল্পীদের কথা ভাবা উচিত।