মটকা

South Dinajpur News: তীব্র গরমে মাটির পাত্রেই প্রাণভরা স্বস্তি! চাহিদা বেড়েছে মাটির মটকার

দক্ষিণ দিনাজপুর: তীব্র গরম পড়তেই জেলায় ফিরতে শুরু করেছে পুরনো দিনের সেই মাটির মটকা। গঙ্গারামপুরের কুমোররা গ্রীষ্মকাল পড়তেই ব্যস্ত হয়ে পড়েছেন জল রাখার মাটির মটকা, বোতল তৈরিতে। তামা, পিতল, প্লাস্টিক ও কাঁচের বিভিন্ন ডিজাইনের পাত্র পাওয়া গেলেও সেই পুরনো দিনেই ফিরতে শুরু করেছেন স্বাস্থ্য সচেতন নাগরিকরা।

কুমোর পাড়ায় গেলেই দেখা মেলে একদল মাটি থেকে কাঁকড় পরিস্কার করে চলেছেন অনবরত। এরপর সেই মাটি মেশিনের মাধ্যমে ভালভাবে নরম হয়ে বিভিন্ন পাত্র তৈরির উপযুক্ত হয়ে বেরিয়ে আসছে। তারপর তা রোদে দেওয়া হচ্ছে শুকানোর জন্য। আগুন পুড়িয়ে তা ব্যবহারযোগ্য করা হচ্ছে। কুমোররা বিভিন্ন ডিজাইনের জলের মটকা,বোতল তৈরি করছেন। তারপর চিত্রশিল্পীদের হাতের ছোঁয়ায় সেই বোতল থেকে মাটির পাত্র আরও আকর্ষণীয় হয়ে উঠছে।

আরও পড়ুন:দামি দামি ডিও-পারফিউম নয়, এই ৪ টুকরো কাজে লাগান! ঘামের ‘পচা’ গন্ধ তাড়ানোর সেরা ভরসা

এবিষয়ে কুমোর শিবনাথ পাল জানান,”এবছর গরমে মাটির বোতলের চাহিদা বেশ ভালই। বিশেষ করে একবার ব্যবহার করলে সে পরের বছর ফের ব্যবহার করছে। তা শুনে আরও পাঁচজন আসছেন। চাহিদার সঙ্গে উৎপাদন বাড়ছে। মাটির মটকা, কলসিরও চাহিদা আছে।” বিভিন্ন ডিজাইনের মটকার সঙ্গে ট্যাপ লাগানোর ব্যবস্থাও রাখা হয়েছে। এমনকি জল রাখার বোতল তৈরি করছেন। সাইজ অনুযায়ী দাম রাখা হয়েছে। আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী