উত্তর ২৪ পরগনা : ইছামতিতে স্বচ্ছ রাখতে বসিরহাটে তৎপরতা কাঠামোতোলায়। ইছামতি ডাসা গৌড়েশ্বর বিদ্যাদরী সহ বিভিন্ন নদীর ঘাটে কাঠামো তোলার কাজ শুরু করল পুরসভা।বসিরহাট মহাকুমার বাদুড়িয়া, বসিরহাট, টাকি এই তিনটি পুরসভার কর্মীরা সকাল থেকে নদী বাঁচাতে পাশাপাশি পরিবেশ দূষণ রুখতে কাঠামো তোলার কাজ শুরু করেছে।
আরও পড়ুন: দীপাবলীতে লাইটের মতো ওঁদের ভাগ্যেও কী আলো জ্বলবে, দুর্গাপুজোয় ভাল বায়না হয়নি,
বসিরহাট পুলিশ জেলায় প্রায় ১৬০০ ছোট মাঝারি বড় দুর্গা পুজো হয়। তার বেশে অংশটাই ইছামতি নদী বেষ্টিত এলাকার পুজো গুলোর বিসর্জন ইতিমধ্যে শেষ হয়েছে। নদী দূষণ রুখতে আগে থাকতে উদ্যোগ নিয়েছিল পুরসভা সেই কথা মাথায় রেখে টাকীর ঘোষ বাড়ি, রাজবাড়ি, জেটিঘাট, বসিরহাট শ্মশান ঘাট ,বোর্ড ঘাট, বাদুড়িয়ার তারাগুনিয়া সহ বসিরহাট মহাকুমার বিভিন্ন ব্লকের বিভিন্ন নদী ঘাট গুলোতে কাঠামো তোলার কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন: সুন্দরবনের বাস্তুতন্ত্রকে বাঁচাতে এখনই প্রয়োজন নদী বাঁধ রক্ষা, জানালেন গবেষক
বারোয়ারি, পারিবারিক, আবাসনের পুজো মিলিয়ে মহকুমা জুড়ে কয়েক হাজার পুজো আয়োজিত হয়। একদিকে প্রতিমার গায়ে ব্যবহৃত রাসায়নিক রং, বস্ত্র, বিভিন্ন প্লাস্টিক, বিচুলি কাঠ সেইগুলো যাতে নদী জলে মিশে গিয়ে পরিবেশ দূষণ না হয়। তার জন্য সকাল থেকেই বিভিন্ন ঘাট গুলোতে কর্মীরা কাঠামো তোলার কাজ শুরু করেছে।
জুলফিকার মোল্লা