রাস উৎসবে একাধিক কর্মসূচি গ্রহণ

Nadia News: এবার রাস উৎসব উপলক্ষেও থিম সং ও লোগো! উদ্বোধন শান্তিপুরে

নদিয়া: শান্তিপুরের রাস উৎসব জগৎজোড়া খ্যাতি। সারা বছর ধরে রাস উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন আপামর শান্তিপুরবাসী। প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেল লাইটিং সহযোগে বিভিন্ন পুজো মণ্ডপ প্রত্যেক বছরেই দেখা যায় শান্তিপুরের ভূমিতে। তারই মাঝে বেশ কিছু ক্লাবের পুজো বহু পুরনো। ঠিক তেমনই এ বছর সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ করবে শান্তিপুর তরফদার পাড়ার লিডারস ক্লাব। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তারা মানব কল্যাণের জন্য  জন্য নিয়েছেন ১৩ টি দফায় বিশেষ কর্মসূচি। পয়লা বৈশাখের দিন এই কর্মসূচির চতুর্থ দফার আয়োজন করা হল। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগআছড়া রামকৃষ্ণ মিশনের মহারাজ এবং শান্তিপুর হাসপাতালে চিকিৎসক। এছাড়াও উদ্বোধন করা হয় তাদের নতুন থিম সং এবং প্রতীক চিহ্ন অর্থাৎ লোগোর। ক্লাবের এই থিম সং ওর লোগো তৈরি করে ক্লাবেরই শিল্পীরা।

আরও পড়ুন:  রাজ্যের স্কুলে চালু নতুন নিয়ম! ঘণ্টা বাজলেই পড়ুয়াদের করতে হবে এই কাজ! জানুন

শান্তিপুর লিডারস ক্লাবের কোষাধক্ষ্য শুভদীপ মুখার্জি জানান, “২০২৪ এ আমাদের রাস উৎসবের সুবর্ণ জয়ন্তী বর্ষ। আর সেই উপলক্ষে সারা বছরব্যাপী আমরা বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করেছি।  ১৩ টি দফায় একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে যার মধ্যে এদিন চতুর্থকর্ম সূচি পালন করা হলো। এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে সারা বছর ধরে এবং রাসের সময় শান্তিপুরবাসীর জন্য থাকবে এক বিশাল সারপ্রাইজ!” সুতরাং বলা যেতে পারে রজতজয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণভাবে শুধুমাত্র পুজোয় সময়ই মানুষকে আনন্দ দেওয়া নয় বরং সারা বছর সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকাকেই ব্রত করে নিলেন শান্তিপুর তরফদার পাড়ার লিডারস ক্লাব। তাদের এই কর্মকাণ্ডে খুশি ও উপকৃত আপামর শান্তিপুরবাসী।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Mainak Debnath