CM Mamata Banerjee at R G Kar Hospital Protest: ‘যদি কেউ দোষী হয়, নিশ্চয়ই শাস্তি পাবে’, আরজি কর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা : ‘‘মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আপনাদের দিদি হিসেবে এসেছি’’-শনিবার ধরনাস্থলে জুনিয়র ডাক্তারদের বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে আচমকাই সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। আন্দোলনরত ডাক্তারদের প্রতি সমবেদনা, সহমর্মিতা জানিয়ে তিনি বলেন আন্দোলন তাঁদের গণতান্ত্রিক অধিকার।

অবস্থানরত জুনিয়র ডাক্তারদের প্রতি মুখ্যমন্ত্রীর আশ্বাস, আরজি কর হাসপাতাল কাণ্ডে কেউ যদি দোষী হয়, নিশ্চয়ই শাস্তি পাবে। তিনি পদক্ষেপ করার আশ্বাস দেন। বলেন,‘‘আপনারা যা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, জানি না। আমাদের সঙ্গে কোন সম্পর্ক নেই। তারা এসেছেন প্রসেসের মাধ্যমে।’’ পাশাপাশি একইসঙ্গে তাঁর আশ্বাস, আন্দোলনরত কোনও ডাক্তারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে না। তাঁর কথায়, ‘‘আপনাদের বিরুদ্ধে কোনও অ্যাকশন নেব না। আমরা জানি আপনারা অনেক মহৎ কাজ করেন।’’

আরও পড়ুন : আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা তিনি নেবেন না, স্বাস্থ্যভবনের সামনে ধরনাস্থলে আশ্বাস মুখ্যমন্ত্রীর

অবস্থানরত জুনিয়র ডাক্তাররা তাঁর উপর ভরসা রাখতে পারেন। আশ্বাস মুখ্যমন্ত্রীর। কর্মবিরতি থেকে আরও একবার কাজে ফেরার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনাদের আমাদের প্রয়োজন। আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি যখন আপনাদের জন্য মঞ্চ পর্যন্ত আসতে পেরেছে আমার উপর ভরসা রাখতে পারেন। আমাকে একটু সময় দিন। সাধ্যমতো চেষ্টা করব।’’

আরও পড়ুন : ‘সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি আমি ভেঙে দিলাম…’ জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চ থেকে বিরাট ঘোষণা মমতার

শনিবার স্বাস্থ্য ভবনের কাছে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করেন। পাশাপাশি রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথাও ঘোষণা করেন।