মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রায় ৫-৬ ঘণ্টা লম্বা বৈঠকের পর যে কটি সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে অন্যতম স্বাস্থ্য সচিব  ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Mamata Banerjee and Junior Doctor’s meet: নবান্নের পর ভেস্তে গেল কালীঘাটের বৈঠক! বড় অভিযোগ জুনিয়র চিকিৎসকদের

কলকাতা: জুনিয়র ডাক্তারদের সঙ্গে আজও হল না মুখ্যমন্ত্রীর বৈঠক। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে গেলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব এবং মুখ্যসচিব মনোজ পন্থ। শেষ পর্যন্ত রাজ্য পুলিশের ডিজি এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। কিন্তু ফিরে গেলেন জুনিয়র ডাক্তাররাও। তাই শেষ পর্যন্ত ভেস্তে গেল বৈঠক।

ভিডিও ছাড়াই মিটিংয়ে রাজি ছিলেন, দাবি চিকিৎসকদের, শুধু মিনিটস-এ দু’পক্ষের সই চাওয়া হয়েছিল৷ তখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসে জানালেন অনেক দেরি হয়ে গিয়েছে আর সম্ভব নয় বৈঠক।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ৭ জেলায় ভয়ঙ্কর হড়পা বানের আশঙ্কা! সতর্ক করল হাওয়া অফিস

দীর্ঘক্ষণ ধরে বাড়ির দরজায় অপেক্ষার পর কালীঘাটের বৈঠক শুরু করতে নিজেই উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে এসে অপেক্ষারত জুনিয়র চিকিৎসকরদের উদ্দেশ্যে তিনি বলেন, বৈঠকের ভিডিও করা না হলেও তিনি বৈঠকে আলোচ্য বিষয়ের মিনিটস আন্দোলনকারীদের হাতে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন৷

আরও পড়ুন: পলিগ্রাফে রাজি হলেও নার্কো টেস্টের অনুমতি দেয়নি সঞ্জয়! কেন আলাদা এই দুই পরীক্ষা?

একই সঙ্গে কিছুটা অসন্তুষ্ট হয়েই তিনি জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের সব দাবি আমি মানতে পারব না৷ আজকে তোমরাই বৈঠকের জন্য সময় চেয়েছিলে৷ তোমরা ছোট, আমি বড়৷ তার পরেও এই অসম্মান কেন? আমাকে অনেক অসম্মান করছ তোমরা৷ আমি আন্দোলন করা লোক৷ তাই তোমাদের কাছে আমি ছুটে গিয়েছিলাম৷’

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রীর মৃত্যু! খেলার সময়েই ঘটল দুর্ঘটনা

মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের আরও বলেন, ‘আজকে তোমরা যে চিঠি দিয়েছিলে তাতে সরাসরি সম্প্রচারের কথা তোমরা বলোনি৷ আমাদের চিঠিতেও ছিল না৷ সুপ্রিম কোর্টে মামলা চলছে৷ আমরা পুরোটা রেকর্ড করে রাখব৷ তোমাদের এই রেকর্ডিং আমরা দিয়ে দেব৷ আমরাও এখন এই ভিডিও ব্যবহার করব না শুধু কোর্টের কেসটা একটু মিটে যাক৷ আজকের বৈঠকের মিনিটস তোমাদের দিয়ে দিচ্ছি৷ আমার উপরে ভরসা রাখতে পারো৷ তোমাদের মিসলিড করব না৷’