Indian Railways train accident: গত ১৪ মাসে দেশে চারটি বড় রেল দুর্ঘটনা, মোদিকে তোপ মমতার

ট্রেন দুর্ঘটনার একের পর এক ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। ১৮ জুলাই ইউপির গোন্ডায় ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার পর আজ মঙ্গলবার আরেকটি ট্রেন দুর্ঘটনা! মঙ্গলবার ভোর রাতে ঝাড়খণ্ডের টাটানগরের কাছে চক্রধরপুরে এই দুর্ঘটনাটি ঘটে। হাওড়া থেকে মুম্বাইগামী সিএসএমটি মেলের ১৮টি বগি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় অন্তত দুজন যাত্রী নিহত ও ৫০ জন আহত হয়েছেন বলে আপাতত খবর। দুদিন আগে এই রুটে একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল বলে জানা যায়। হাওড়া-সিএসএমটি মেল-এর এই মালবাহী ট্রেনের বগির সঙ্গে সংঘর্ষ হয়। গত দু’মাসে তিনটি ট্রেন দুর্ঘটনা। মোদি সরকারকে তোপ মমতার। এটাই কি সরকার চালানোর নমুনা? কেন্দ্রের উদাসীনতা নিয়ে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর। সংসদেও প্রশ্নের মুখে রেলমন্ত্রী।