ভাঙছে সাগরতট

South 24 Parganas News: সাগরের উত্তাল ঢেউ রুখে কপিলমুনি মন্দির রক্ষার চেষ্টা! উঠল কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ

দক্ষিণ ২৪ পরগনা: সাগরের উত্তাল ঢেউয়ে বারবার ভাঙছে কপিলমুনি আশ্রমের সামনের সমুদ্রতট। আর এবার সেই উত্তাল ঢেউকে রুখে কপিলমুনি মন্দির রক্ষার মরিয়া চেষ্টা করছে করছে প্রশাসন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও একবার উঠল কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ।কেন্দ্রীয় বাজেটে ভাঙন ঠেকানোর জন্য কোনও অর্থ বরাদ্দ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।

বন্যা নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যকে অর্থ বরাদ্দ করায় বঞ্চনার অভিযোগে তিনি সরব হয়েছেন আরও একবার। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী নিজে কপিলমুনি আশ্রমের সামনে ভাঙা সমুদ্রতট পরিদর্শন করেন। তাঁর সঙ্গে একাধিক আধিকারিক, নদী বিশেষজ্ঞরাও ছিলেন। সমস্ত কিছু পরিদর্শন করার পর তিনি জানিয়েছেন, সমুদ্রের  মধ্যে থাকা বেশ কিছু চর জলের তোড়ে নষ্ট হয়েছে।

আরও পড়ুন – Sawan 2024: মহানন্দার তীরে ইতিহাস মাখা এই শিবমন্দির মহাজাগ্রত, শ্রাবণে লক্ষ-লক্ষ ভক্ত ভিড় জমান এইস্থানে

আর তার ফলে ঢেউ সরাসরি এসে সাগরদ্বীপে লাগছে আর এর ফলেই এই ঘটনা ঘটছে। তবে ভাঙন রোধে রাজ্য সরকার কাজ করবে বলে জানিয়েছেন তিনি।

ইতিমধ্যে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের পরামর্শ ও সমুদ্রতীরের মাটি ও বালির চরিত্র বিশ্লেষণ করে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন তিনি। তিনি জানিয়েছেন এই বঞ্চনার জবাব পশ্চিমবঙ্গের মানুষ দেবে।

Nawab Mullick