রাখি তৈরি করছেন মহিলারা 

Bangla Video: রাখি তৈরি করে হাল ফিরেছে এই গ্রামের মহিলাদের

পূর্ব বর্ধমান: রাখি শিল্পের সঙ্গে যুক্ত থেকেই হাল ফিরেছে পূর্ব বর্ধমানের এই গ্রামের মহিলাদের। পূর্ব বর্ধমানের কাটোয়া-২ ব্লকের অন্তর্গত গৌড়ডাঙা গ্রাম। এই গ্রামের বেশ কিছু মহিলা রয়েছেন যাঁরা বহুদিন ধরে রাখি তৈরি করেন। গৌরডাঙা গ্রামের পাল পাড়া, সদগোপ পাড়া মিলিয়ে প্রায় ৫০ জনেরও বেশি মহিলা এই শিল্পের সঙ্গে যুক্ত। সংসার সামলানোর পরেও তাঁরা প্রত্যেকেই রাখি তৈরি করেন। এখানে বাড়ির মধ্যে প্রবেশ করলেই চোখে পড়বে গৃহবধূদের রাখি তৈরির দৃশ্য।

গৌড়ডাঙা গ্রামের মহিলারা প্রায় ১৫ বছর ধরে এই শিল্পের সঙ্গেই যুক্ত রয়েছেন। এই বিষয়ে গ্রামের রাখি শিল্পী রাসমণি পাল বলেন, বাড়িতে বসে থাকার থেকে এই কাজ অনেক ভাল। এতে আমাদের বেশ কিছু টাকা উপার্জনও হয়। আমরা কালনা থেকে উপকরণ নিয়ে আসি। আবার তৈরি হয়ে গেলে কালনাতেই দিয়ে আসি।

আর‌ও পড়ুন: নারী শক্তির জাগরণ! আত্মরক্ষার কৌশল শিখল ওরা

গ্রামে রাখি শিল্প প্রবেশ করার আগে এই সকল মহিলারা শুধু সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। তবে রাখি আসার পর থেকে সংসার সামলানোর পরেও তাঁরা এগুলো তৈরি করেন। অবসর সময়ে এই কাজ করে তাঁদের আর্থিক পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জানিয়েছেন। এই উপার্জন থেকে অল্প অল্প করে তাঁরা সাজিয়ে তুলেছেন তাঁদের সংসার।

বনোয়ারীলাল চৌধুরী