পুতুল তৈরিতে মগ্ন মৌলিকা

East Medinipur News: ছোটবেলা থেকেই শখ মাটির পুতুল তৈরি করার, সেই শখ বর্তমানে পরিচিতি দিয়েছে

পূর্ব মেদিনীপুর : কলেজ ছাত্রী ছোটবেলায় খেলনা বাটি খেলতে খেলতেই মাটির পুতুল গড়ে তোলার শখ জাগে। সেই শখকেই যত্নে লালন পালন করেছেন। সেই শখকেই বর্তমানে নিজের রোজগারের মাধ্যম হিসেবে গড়ে তোলেছেন। শুধুমাত্র শখে আগলে রেখে জীবিকা নির্বাহ নয়, ফিরিয়ে আনছেন হরপ্পা ও মহেঞ্জোদড়ো সভ্যতার মাটির পুতুল।

ছোটবেলার নিজের শখ থেকেই মাটির পুতুল তৈরি করা শিখে পড়াশোনার পাশাপাশি স্বনির্ভর হয়েছেন কলেজ ছাত্রী। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাসিন্দা কলেজ ছাত্রী ছোটবেলায় খেলনা বাটি খেলতে খেলতেই মাটির পুতুল গড়ে তোলার শখ জাগে। সেই শখকেই যত্নে লালন পালন করেছেন। সেই শখকেই বর্তমানে নিজের রোজগারের মাধ্যম হিসেবে গড়ে তুলেছেন। শুধুমাত্র শখে আগলে রেখে জীবিকা নির্বাহ নয়, ফিরিয়ে আনছেন হরপ্পা ও মহেঞ্জোদড়ো সভ্যতার মাটির পুতুল।

আরও পড়ুন : দিঘায় ‘তোলপাড়’ কাণ্ড! আচমকা কী হল আবার? কাতারে কাতারে মানুষের ভিড়, কারণ জানলে অবাক হবেন

পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাসিন্দা বর্তমান বিএড কলেজের ছাত্রী মৌলিকা ঘোষ! ছোটবেলা থেকেই তার সব ছিল মাটির জিনিসপত্র বানানো। ছোটবেলার সেই শখকে আকড়ে তিনি খুঁজে নিয়েছেন জীবন চলার পথ। পড়াশোনার ফাঁকে ফাঁকে নিজে থেকেই মাটির পুতুল বানানো শুরু করে। কিন্তু কোনও রকম প্রশিক্ষক না থাকায় তার সৃষ্টি দিশা পাচ্ছিল না। বর্তমানে প্রশিক্ষণ মোহন মান্নার তত্ত্বাবধানে লব্ধ করেছেন বাংলার বিভিন্ন ঘরানার মাটির পুতুলের পাশাপাশি দেশ-বিদেশের পুতুল তৈরির অরায়াস দক্ষতা! মেদিনীপুরের টেপা পুতুল, বাঁকুড়ার বিষ্ণুপুরের পোড়ামাটির পুতুল, কৃষ্ণনগরের পুতুল সহ মহেঞ্জোদড়ো সভ্যতার পুতুলের পাশাপাশি অন্যান্য দেশের পুতুল তৈরিতে বর্তমানে সিদ্ধ হস্ত মৌলিকা।

আরও পড়ুন : কেবল শহরে নয়, গ্রামাঞ্চলেও বাড়ছে ডেঙ্গির প্রকোপ, মোকাবিলায় উদ্যোগ জেলা স্বাস্থ্য দফতরের

মৌলিকা ঘোষ বর্তমানে জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের নথিভুক্ত উদ্যোক্তা। জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন সরকারি মেলায় তার পুতুল বিক্রি হচ্ছে। রাজ্যে চারুকলা পর্ষদ থেকে মিলেছে শংসাপত্র। পুতুল নিয়ে তিনি করেছেন ওয়ার্কশপও। পড়াশোনার পাশাপাশি পুতুল তৈরি নেশায় মগ্ন তিনি। আর পুতুল তৈরির নেশায় তাকে খুঁজে দিয়েছে রোজগারের পথ। মাটির পুতুল তৈরি করে বিভিন্ন মেলায় বিক্রি করছেন তিনি। মৌলিকা ঘোষের লক্ষ্য মাটির পুতুল তৈরি করার মধ্য দিয়ে আগামী দিনে নিজেকে প্রতিষ্ঠিত করা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

একদিকে যেমন মাটির পুতুল মৌলিকাকে স্বনির্ভর করে তুলছে অন্যদিকে হরপ্পা ও মহেঞ্জোদড়ো সভ্যতার পুতুল ফিরে এসেছে।

সৈকত শী