গাছের অ্যাম্বুল্যান্স

Tree Ambulance:সবুজায়নে অভিনব প্রয়াস! ‘অসুস্থ গাছেদের’ চিকিৎসা পরিষেবা দিতে তৈরি হচ্ছে অ্যাম্বুল্যান্স

সার্থক পণ্ডিত, কোচবিহার: ‘একটি গাছ, একটি প্রাণ’ কিংবা ‘গাছ লাগান, প্রাণ বাঁচান’ এই ধরনের কথা প্রায়ই দেখতে কিংবা শুনতে পাওয়া যায় আমাদের আশেপাশে। তবে গাছ শুধুমাত্র লাগালেই হবে না। সঠিক পরিচর্যা না নিলে তা বড় হওয়ার আগেই মরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই অভিনব উদ্যোগ কোচবিহারের এক পরিবেশপ্রেমীর। গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করা তাঁর একমাত্র নেশা। তাঁর তৈরি একটি পরিবেশপ্রেমী সংগঠন বানিয়েছে একটি অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স। তবে এই অ্যাম্বুল্যান্স কিন্তু, মানুষ কিংবা পশুদের জন্য নয়। বিশেষ এই অ্যাম্বুল্যান্স তৈরি হয়েছে গাছেদের জন্য। এই অ্যাম্বুল্যান্সে থাকবে প্রায় ২৬ রকমের যন্ত্রপাতি। উত্তরবঙ্গে এই প্রথম ‘ট্রি অ্যাম্বুল্যান্স’ পরিষেবা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবেশপ্রেমী সংস্থা কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এর পরিষেবা শুরু করবে। কোথাও গাছ ‘বিপদে’ পড়লে ঘটনাস্থলে ছুটে যাবে এই অ্যাম্বুল্যান্সটি। ঝড়ে পড়ে যাওয়াই হোক কিংবা পরিচর্যার অভাবে ধুঁকতে থাকা গাছ। সেই গাছের শুশ্রূষা করা হবে যত্নের সঙ্গে। এই বিষয়ের অন্যতম উদ্যোক্তা বিনয় দাস জানান, “অনেকেই গাছ রোপণ করেন, কিন্তু পরবর্তীতে সেই গাছের আর খোঁজখবর রাখেন না। তাই গাছের পরিচর্যা ও সংরক্ষণের জন্য অ্যাম্বুল্যান্সটি কয়েকদিনের মধ্যেই শুরু হবে। তখন আরও দ্রুত সকল গাছের পরিচর্যা করা সম্ভব হবে।”

আরও পড়ুন : এ বছর অম্বুবাচী কবে? কত দিন চলবে? জানুন নির্ঘণ্ট ও কামাখ্যা মন্দিরের সময়সূচি

পরিবেশপ্রেমী সংগঠনের এক সদস্য তরুণ কুমার মজুমদার জানান, গাছের চারা রোপণের জন্য অত্যাধুনিক ড্রিল মেশিন থাকবে এই গাড়িতে। এই মেশিনটি কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে গাছ রোপণের জন্য গর্ত খুঁড়ে দেবে। এছাড়াও ইলেকট্রিক কাটার, কোদাল, দা, গাছ ঘেরাওয়ের জাল-সহ গাছ পরিচর্যার বহু সামগ্রী থাকবে এই গাড়িতে। ঝড়ে বহু জায়গাতেই গাছ উপড়ে পড়ে যায়। কয়েকটি ক্ষেত্রে দেখা যায় সেগুলি পরিচর্যা করলে বাঁচানো সম্ভব। কিন্তু পরিচর্চার পরিবর্তে সেগুলিকে কেটে ফেলা হয়। এখন থেকে সেই গাছগুলির পরিচর্যা করবেন এই ট্রি অ্যাম্বুলেন্স টিম।নির্মাণকাজের সময় অনেক ক্ষেত্রেই গাছপালা কেটে ফেলা হয়। তবে ছোট ও মাঝারি গাছগুলি প্রতিস্থাপন করার মতোন। তাই সেগুলি অন্যত্র প্রতিস্থাপন করবেন তাঁরা।

দীর্ঘদিন ধরেই সরকারি উদ্যোগে ট্রি অ্যাম্বুল্যান্স চালুর দাবি ছিল। সরকারিভাবে না হলেও পরিবেশপ্রেমী সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই।