থার্মোকলের কার্টন দিয়ে...মাথাগোঁজার ঠাঁইটুকুও অস্থায়ী, পরিবারের কাহিনি চোখে জল আনবে

থার্মোকলের কার্টন দিয়ে…মাথাগোঁজার ঠাঁইটুকুও অস্থায়ী, পরিবারের কাহিনি চোখে জল আনবে

জেলার বিভিন্ন প্রান্তে উন্নয়ন হয়েছে বেশ কিছু। তাই তো মানুষের প্রাথমিক তিনটি চাহিদা অন্ন, বস্ত্র এবং বাসস্থান নিয়ে চিন্তার অনেকটাই অবসান হয়েছে। তবে এই সময়ে দাঁড়িয়েও তুফানগঞ্জের এক পরিবারের আর্থিক দুর্দশা চোখে জল আনবে যেকোনও মানুষের। তুফানগঞ্জ মহকুমার ১ নং ব্লকের ধলপল ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকা।

এখানেই তুফানগঞ্জ-ভাটিবাড়ি রাজ্য সড়কের ধারে অস্থায়ী বাড়ি করে বসবাস করছে এই পরিবার। অস্থায়ী কারণ, এই জমি পূর্ত দফতরের। আর সেখানেই মাছের কার্টন ও বাঁশ দিয়ে ঘর তৈরি করে থাকছেন তাঁরা। এছাড়া সেই কার্টনের উপর কালো ত্রিপল দেওয়া রয়েছে। তবে সবটাই শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে।