Copa America: Uruguay vs Chile: উদ্দাম জীবনে বায়োবাবল ভাঙা, এরপর ম্যাচে যা করল চিলি

#কুলবা: করোনা ভাইরাসের দাপটে যেখান স্বাভাবিক জীবন বিপর্যস্ত , টুর্নামেন্ট চলাকালীন বায়োবাবলই যখন সুরক্ষার বড় ভরসা, সেখানে তাই ভেঙে কোপা আমেরিকা চলাকালীন সংবাদ শিরোনামে চিলি! টিম হোটেলে এর আগে হেয়ার স্টাইলিস্ট ডেকে বিপাকে পড়েছিলেন আর্তুরো ভিদাল ও মেডেল৷ জরিমানা হওয়ার পরেও তার জ্ঞানচক্ষু খোলেনি৷ এরপর টিম হোটেলে মেয়ে ডেকে পার্টি করে চিলি দলের প্রায় ৫-৬ ফুটবলার৷ এর জেরে কোপা কর্তৃপক্ষের বড়সড় শাস্তির মুখে পড়তে পারে চিলি দল৷

এই অবস্থায় উরুগুয়ের বিরুদ্ধে ১-১ ড্র করল চিলি৷ এই ড্রয়ের সৌজন্যেও চিলি নিজেই৷  আর্তুরো ভিদালের (Arturo Vidal) আত্মঘাতী গোলে সমতা ফেরায় উরুগুয়ে৷ লাগাতার পাঁচ ম্যাচ কোনও গোল না করার পর উরুগুয়ের এটাই নিজের নামের পাশে প্রথম গোল৷

এদিন ২৬ মিনিটে প্রথমে গোল করে এগিয়ে যায় চিলি৷ চিলির হয়ে গোল করে ভার্গাস৷

১ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করার পর হঠাৎই দ্বিতায়ার্ধে আর্তুরো ভিদালের গোলে ১-১ হয়ে যায় উরুগুয়ে, চিলির তারকা ফুটবলার নিজেই নিজেদের গোলে বল ঢুকিয়ে দেন৷ এবারের টুর্নামেন্টে তারকা সুয়ারেজ ও তাঁর দল দুটোই বড় নিষ্প্রভ৷

এদিকে চিলি নিজেদের গ্রুপের দু নম্বরে রয়েছে৷ উরুগুয়ে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হার দিয়ে শুরু করেছে৷ অন্যদিকে চিলি আর্জেন্টিনার বিরুদ্ধে ১-১ ড্র করার পর বলিভিয়ার বিরুদ্ধে ১-০ গোলে কষ্টার্জিত জয় অর্জন করেছিল৷