প্রতীকী ছবি৷

CPIM: ভরসা মজবুত সংগঠন! যাদবপুর নিয়ে আশায় সিপিএম, প্রচারে বৃন্দা

কলকাতা: শহরে সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত। শনিবার কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের  সমর্থনে প্রচার কর্মসূচিতে অংশ নেন তিনি। তার আগে শনিবার বিকেলে কলকাতা দক্ষিণের অন্তর্গত গোলপার্ক থেকে হাজরা একটি মিছিলের আয়োজন করা হয়। বৃন্দা কারাত ছাড়াও তাতে অংশ গ্রহণ করেন এসএফআই নেত্রী ঐশী ঘোষ, আরএসপির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, জাতীয় কংগ্রেসের নেতা আশুতোষ চট্টোপাধ্যায় সহ প্রমুখ।

মিছিল শেষে হাজরা মোড়ে একটি জনসভাতেও বক্তব্য পেশ করেন বৃন্দা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর যাদবপুরে এইটবি থেকে নেতাজি নগর বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলে অংশ গ্রহণ করেন বৃন্দা। সেখানেও উপস্থিত ছিলেন ঐশী ঘোষ।

আরও পড়ুন: শূন্যের গেঁড়ো কাটবে সিপিএমের? জবাব দিলেন সেলিম, দেখুন ভিডিও

লোকসভা নির্বাচনের প্রচার চলছে জোর কদমে ইতিমধ্যেই উত্তরবঙ্গের দু’দফার নির্বাচন হয়ে গিয়েছে। রাজ্যে যত দিন যাচ্ছে পরবর্তী দফার নির্বাচনের প্রচারের ঝাঁজ আরও বেড়ে চলেছে। সব রাজনৈতিক দলই সকাল থেকে রাত পর্যন্ত প্রচার করে চলেছে। প্রার্থীদের দম খেলার ফুতসত নেই। তাই প্রচন্ড গরম উপেক্ষা করেও প্রচার চালাচ্ছেন তাঁরা। পিছিয়ে নেই বামেরাও৷

একসময়ের শক্ত ঘাঁটি যাদবপুর লোকসভা কেন্দ্র এক দশকেরও বেশি সময় ধরে বামেদের হাতছাড়া হয়েছে। তবে এখনও পর্যন্ত সেখানে সংগঠন মজবুত বলে দাবি নেতৃত্বের। তাই সেই আসনটি পুনরায় ফিরে পেতে চাইছে বামেরা। সেই কারণেই এই কেন্দ্রে জোরদার প্রচার চালানো হচ্ছে প্রার্থী সৃজন ভট্টাচার্যকে সামনে রেখে। অন্যদিকে তুলনামূলক দুর্বল সংগঠন কলকাতা দক্ষিণ। তবে বালিগঞ্জে বিধানসভা উপ নির্বাচনে জোরদার লড়াই দিয়েছিলেন সায়রা শাহ হালিম। এবার তাঁকেই সেখানে প্রার্থী করা হয়েছে। সায়রা শাহ হালিমকে সামনে রেখেও লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে বামেরা।

কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হওয়াতে এই আসন দুটিতে দল ভাল লড়াইয়ে হতে পারে বলে মনে করছে আলিমুদ্দিন স্ট্রিট। আর সেই কারণেই প্রচারকে আরো ঊর্ধ্বমুখী করে তুলতে চাইছে সিপিএম। অন্য রাজ্য থেকেও উড়িয়ে আনা হচ্ছে নেতাদের। শনিবারের কর্মসূচিতে বৃন্দা কারাত এবং ঐশী ঘোষের উপস্থিতি তারই ইঙ্গিত বলে মত বাম কর্মী,সমর্থকদের।