নির্বাচনী প্রচারে এস এম সাদি 

Lok Sabha Election 2024: গরমে শরবৎ বিলি, মহুয়া-অমৃতার লড়াইয়ে কৃষ্ণনগরে ছাপ রাখতে পারবে সিপিএম?

কৃষ্ণনগর: কাঠফাঁটা রোদে হুডখোলা জিপে লাল টুপি পরে প্রচার চালিয়ে যাচ্ছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী এস এম সাদি। এবং তার পাশাপাশি পথ চলতি মানুষকে গরমের থেকে কিছুটা রেহাই দিতে তাঁর কর্মী সমর্থকেরা বিতরণ করছেন শরবত ও ঠান্ডা পানীয়।

দোরগোড়ায় পৌঁছে গিয়েছে নদিয়া জেলার লোকসভা নির্বাচন। কৃষ্ণনগর এবং রানাঘাট- দুটি লোকসভা কেন্দ্রেই প্রখর রোদকে উপেক্ষা করে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রত্যেক দলের প্রার্থীরা। কৃষ্ণনগরে অবশ্য তৃণমূলের মহুয়া মৈত্র এবং বিজেপির অমৃতার রায়ের মধ্যেই মূল লড়াই হিসেবে দাবি করছে রাজনৈতিক মহল৷ তবু হাল ছাড়ছেন না বাম কর্মী সমর্থকরা৷

তপ্ত গরমেই লাল ঝান্ডা হাতে নিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে হুডখোলা জিপে প্রচার চালাচ্ছেন বাম প্রার্থী এস এম সাদি। এ দিন সকালে কৃষ্ণনগর লোকসভার অধীন বিক্রমপুর, হরনগর, বিলকুমারী, ধনঞ্জয়পুর ইত্যাদি গ্রামগুলিতে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালান তিনি।

আরও পড়ুন:গরমে কাজ করছে না পুরনো ফ্রিজ? এই পাঁচ টিপসেই হবে নতুনের মতো ঠান্ডা

প্রচারের রাস্তাতেই পথ চলতি মানুষকে গরমের হাত থেকে কিছুটা রেহাই দিতে ঠান্ডা পানীয় ও শরবত বিতরণ করছেন তাঁর দলীয় কর্মী সমর্থকেরা। এস এম সাদি জানাচ্ছেন, পরিস্থিতি খুবই ভাল, পরিস্থিতির পরিবর্তন ঘটছে। নতুন নতুন মানুষ বাম কংগ্রেস জোটের পক্ষে সমর্থন জানাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের ইলেক্ট্রোরাল বন্ডের দুর্নীতি এবং আমাদের রাজ্যের চাকরি নিয়ে ভয়াবহ দুর্নীতি  সমাজের সর্বস্তরে নাড়া দিয়েছে। এছাড়াও কাজ নেই পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে যাচ্ছে, কৃষকেরা মজুরি পাচ্ছেন না, পেট্রোলের দাম সারের দাম অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। এই সমস্ত বিষয়গুলি মানুষের মধ্যে সাড়া দিয়েছে।

সিপিএমকে সেভাবে গুরুত্ব দিতেই নারাজ তৃণমূল-বিজেপি দুই শিবিরই৷ এ বিষয়ে এফএম সাদি জানান, “মানুষের মনের রসায়ন কখনও অঙ্ক শাস্ত্রে হয় না। মানুষ কারও কেনা গোলাম নয়। পরিস্থিতির পরিবর্তন সবসময় ঘটে। তার জীবন জীবিকা কাজ যন্ত্রণা নিরাপত্তা তার বেকারত্ব ইত্যাদি সবই নির্বাচনের আগে মানুষ ভাবেন। এবং তারই সঙ্গে তারা ভাবেন অন্য দলগুলি প্রতিশ্রুতি ভঙ্গ করেন। নরেন্দ্র মোদি বলেছিলেন প্রত্যেক ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে ঢুকবে! যা আজও হয়নি, এগুলি মানুষ সবই দেখছে। এছাড়াও রাজ্যে কোন শিল্প কলকারখানা নেই, সব ক্ষেত্রেই চলছে একটি চরম দুর্নীতি।”

রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন পরিস্থিতির দিকে নজর দিয়েই মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে সিপিআইএমকেই ভোট দেবেন বলে মনে করছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী এস এম সাদি। আপাতত নির্বাচনী প্রচারে রাত দিন ব্যস্ত তিনি।

Mainak Debnath